X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, মার্কিন দূতকে তলব

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১১:০৪আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১১:১০
image

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ইসলামাবাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২০ নভেম্বর) মার্কিন দূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ক্ষোভ জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা
জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এ বছরের শুরুতে পাকিস্তানে ৩০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা বাতিল করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েরবিবার (১৮ নভেম্বর)মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন সহায়তার বিপরীতেপাকিস্তান যুক্তরাষ্ট্রকে কিছুই দিতে পারেনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন,গ্যারিসন শহরের কাছে লুকাতে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সহায়তা করেছে ইসলামাবাদ। ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার পাকিস্তানে নিয়োজিত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স পল জোন্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ডেকে পাকিস্তানবিরোধী অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন।’

ট্রাম্পের অভিযোগ নাকচ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মার্কিন দূতকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, পাকিস্তানি গোয়েন্দাদের সহায়তায় যুক্তরাষ্ট্র বিন লাদেনকে খুঁজে পেয়েছিল। কিন্তু এ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প যে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন তা একেবারেই অগ্রহণযোগ্য।  

এর আগে, ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটার বার্তায় বলেছেন, ‘৯/১১ হামলায় কোনো পাকিস্তানি জড়িত না থাকা সত্ত্বেও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে ৭৫ হাজার পাকিস্তানি নিহত হয়েছে এবং দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ১২৩ বিলিয়ন ডলার। অথচ যুক্তরাষ্ট্র কথিত সহায়তা দিয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার।’

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নৌবাহিনীর এক অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। রবিবার ফক্স নিউজের অনুষ্ঠান উপস্থাপক ক্রিস ওয়ালেস মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ‘ওসামা বিন লাদেনকে আরও আগে ঘায়েল করতে পারলে কি আমাদের জন্য আরও বেশি ভালো হতো না?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, পাকিস্তানে তার থাকার কথা, সুন্দরভাবে থাকার কথা। আমার ধারণা পাকিস্তানকে তারা (জঙ্গিরা)সুন্দর ম্যানশন মনে করে, আমি জানি না যদিও, কারণ আমি আরও সুন্দর কিছু দেখেছি। তবে পাকিস্তানে সে (লাদেন) সামরিক অ্যাকাডেমির পাশে থাকতো, পাকিস্তানের সবাই জানতো সে সেখানে আছে।’

ওয়ালেস আবার প্রশ্ন করেন,‘বিন লাদেনকে ধরার জন্য আপনি কি তাদেরকে (পাকিস্তান) কৃতিত্বও দিতে চান না?’

জবাবে ট্রাম্প বলেন,‘তারা তাকে কব্জা করেছে ঠিকই কিন্তু দেখুন, সংবাদ প্রতিবেদন ঘাঁটলেও দেখতে পাবেন, সে পাকিস্তানেই থাকতো। আমরা তখন পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিলাম, বছরে তাদেরকে ১৩০ কোটি ডলার করে সহায়তা দিচ্ছিলাম, যা আমরা এখন আর তাদেরকে দিচ্ছি না। যাই হোক আমি এ সহায়তা বন্ধ করেছি, কারণ তারা আমাদের জন্য কিছুই করে না, ন্যুনতম কোনও সহায়তাই আমাদেরকে দেয় না।’

/এফইউ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী