X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধের আইন বাতিল করলো আদালত

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১২:১৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১২:১৮

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নারীদের গর্ভপাত নিষিদ্ধ করে পাস করা একটি আইন বাতিল করে দিয়েছে দেশটির এক ফেডারেল আদালত। এ সংক্রান্ত নির্দেশে আদালত বলেছে, এই আইন পরিষ্কারভাবে নারীদের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে।

যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধের আইন বাতিল করলো আদালত

গত ১৯ মার্চ মিসিসিপির গভর্নর ফিল ব্রিয়ান্ট একটি বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন। ওই আইনে বলা হয়, প্রণয় বা ধর্ষণসহ যেকোনও কারণে গর্ভধারণের ১৫ সপ্তাহ পর আর গর্ভপাত করা যাবে না। আইনের একমাত্র ব্যতিক্রম হিসেবে জরুরি চিকিৎসা বা ভ্রুণের অস্বাভাবিকত্ব দেখা দিলেই কেবল গর্ভপাত করানো যাবে। আইনটি পাসের পরের দিনই রাজ্যের একমাত্র গর্ভপাত বিষয়ক ক্লিনিক ও চিকিৎসকের পক্ষ থেকে সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটস আদালতে মামলা করে।

আইনটির বিরোধিতাকারীর আবেদনে বলা হয়েছে, এই আইন সংবিধান বহির্ভূত। কারণ কোনও ‘রাজ্য বাস্তব হওয়ার আগে গর্ভপাত নিষিদ্ধ করতে পারে না। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় কয়েক দশকের সুপ্রতিষ্ঠিত ও পরিষ্কার রুলের মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠিত রয়েছে।’ মামলার আবেদনে বলা হয়, গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণত ২৩ সপ্তাহের আগে ভ্রুণের তেমন কোনও বাস্তবতা তৈরি হয় না। আর এই অবস্থা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া দরকার। এটা নারীদের স্বাস্থ্য ও ভ্রুণের ওপর নির্ভর করে আলাদা হতে পারে।

মামলার রায়ে বিচারক হতাশা প্রকাশ করে বলেন, অন্যান্য রাজ্যে একই ধরনের নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পরও মিসিসিপির আইনপ্রণেতারা এই আইন পাস করেছেন। মার্কিন ডিস্ট্রিক বিচারক কার্লটন রিভিস এই রায়ে লিখেছেন, ‘এখানকার আসল কারণটি খুবই সহজ। অসাংবিধানিক জানার পরও রাজ্যটি একটি আইন পাস করার উদ্যোগ নিয়েছে কারণ জাতীয় স্বার্থন্বেষী দলের মাধ্যমে দশক মেয়াদি প্রচারণাকে তারা সমর্থন জানাতে চায়। যাতে সুপ্রিম কোর্ট রোয়ে বনাম ওয়েড মামলার রায় পরিবর্তন করে’।

১৯৭৩ সালে রোয়ে বনাম ওয়েড মামলার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট গর্ভমাতের বিষয়ে একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করে। আইনটি বাতিল বিষয়ে মিসিসিপির গভর্নর ফিল ব্রিয়ান্টের সঙ্গে যোগাযোগ করা হলে তার দফতর থেকে জানানো হয়, তিনি সফরে আছেন। তাই তাৎক্ষণিকভাবে কোনও উত্তর পাওয়া যায়নি। আইনটির পক্ষে আদালতে লড়াইকারী রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দফতর থেকেও কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়।

মিসিসিপির এই আইনটি বাতিলের মধ্য দিয়ে লুইসিয়ানা রাজ্যের আইনটিও কার্যত বাতিল হয়ে গেল। কারণ সেখানে আইন পাসের শর্ত হিসেবে মিসিসিপি’র আইনটির বৈধতা পেতে হতো।

/আরএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়