X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টারের হামলা প্রতিরোধের সুযোগ ছিল: ব্রিটিশ সংসদীয় কমিটি

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ২০:০৯আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২০:১১
image

জ্যেষ্ঠ ব্রিটিশ সংসদ সদস্যদের লেখা এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টার হামলা প্রতিরোধে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের অনেক কিছু করার ছিল। তারা সতর্ক হলে হয়তো হামলাটি ঠেকিয়ে দেওয়া যেত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৭ সালে ম্যানচেস্টারে গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন প্রাণ হারিয়েছিলেন। ম্যানচেস্টার হামলায় নিহতদের স্মরণ

ব্রিটিশ সংসদের ‘ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির’ (আইএসসি) প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলাকারী ২২ বছরের সালমান আবেদিকে নজরদারির মধ্যে রাখার দায়িত্ব ছিল এমআই ফাইভের যেসব কর্মকর্তাদের আবেদিকে নিরস্ত করার ক্ষেত্রে তাদের আরও অনেক বেশি কিছু করার সুযোগ ছিল। আবেদির বাবা-মা লিবীয়। ২০১৭ সালে হামলা চালানো আবেদিকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ নজরদারির মধ্যে রেখেছিল ২০১৪ সাল থেকে। কিন্তু তারা আবেদির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয়নি বা তাকে চরমপন্থা ছাড়ানোর জন্য নির্ধারিত কোনও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নেয়নি। আবেদি দণ্ডপ্রাপ্ত একজন চরমপন্থীর সঙ্গে যে জেলখানায় দেখা করে এসেছে সে তথ্য এমআই ফাইভ জানত। তারপরও সংস্থাটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

আইএসসির চেয়ারম্যান ডোমিনিক গ্রিভ মন্তব্য করেছেন, ‘অবস্থাদৃষ্টে আমরা বলতে পারি, সালমান আবেদির বিষয়ে বেশ কয়েকটি ব্যর্থতার ঘটনা ঘটেছে। এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, যে ত্রুটিগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো না ঘটলে ২২ মে ম্যানচেস্টার বোমা হামলা আটকে দেওয়া যেত কি না। কিন্তু আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, এসব ব্যর্থতার কারণে তাকে নিরস্ত করার সুযোগ নষ্ট হয়েছে।’

যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত হচ্ছে না তাদেরকে নজরদারির মধ্যে রাখার বিষয়ে এমআই ফাইভের প্রচেষ্টার অভাব থাকার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এমআই ফাইভের পক্ষ থেকে হামলার পর স্বীকার করা হয়েছিল, আবেদি যে দেশের বাইরে গেছে এবং আবার ফেরত এসেছে তা নজরদারির মধ্যে রাখার দরকার ছিল।

আইএসসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ সালে হওয়া হামলাগুলোর বিষয়ে যেসব ত্রুটির কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দুঃখজনক বিষয় হচ্ছে যে আগের প্রতিবেদনেও একই ধরণের বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছিল। গ্রিভের ভাষ্য, ‘আমরা এর আগেরবার সরকারকে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সরকার সেসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গত বছরে দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে আশা করি, এখন কার্যকরভাবে পরামর্শগুলো বাস্তবায়ন করা হবে।’

/এএমএ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা