X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলবে জলবায়ু পরিবর্তন, নতুন প্রতিবেদনে সতর্কতা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ০৯:২৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১২:১৯

লাগামছাড়া জলবায়ু পরিবর্তন যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমানকে হুমকিতে ফেলত পারে বলে সতর্ক করে দিয়েছে নতুন এক সরকারি প্রতিবেদন। চতুর্থ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ভবিষ্যত ঝুঁকি নির্ভর করবে আজকের নেওয়া সিদ্ধান্তের ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ তৈরি করবে এই প্রতিবেদনের সতর্কতা। জলবায়ু পরিবর্তনে বাড়তে পারে দাবানলের ঘটনা

নতুন এই প্রতিবেদনে ইউএস ক্লাইমেট অ্যাসেসমেন্ট আমিরিকার সমাজের প্রতিটা ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নথিবদ্ধ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক হারে কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ কয়েকটি অর্থনৈতিক খাতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে শত শত কোটি মার্কিন ডলার। এই ক্ষতির পরিমাণ বহু রাজ্যের জিডিপির চেয়েও বেশি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব দেশের বিভিন্ন কমিউনিটিতে এখনই অনুভূত হচ্ছে। এর মধ্যে রয়েছে, ঘন ঘন তীব্র আবহাওয়া ও জলবায়ু সশ্লিষ্ট বিভিন্ন ঘটনা।

তবে প্রতিবেদন বলছে ভবিষ্যতের বিপর্যয় এড়ানো যাবে যদি সমাজের মানুষ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে কাজ করে এবং যে পরিবর্তন সাধিত হবে তার সঙ্গে খাপ খাইয়ে নেয়।

গত অক্টোবরে জলবায়ু বিজ্ঞানীদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষেরা দায়ী বলে মনে করেন না তিনি। দায়িত্ব নিয়েই তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময়ে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কর্মীদের যেন কোনও অসুবিধা তৈরি না হয় তেমন একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনা চালাবেন তিনি। নির্বাচনি প্রচারণার সময়ে জলবায়ু পরিবর্তনকে একটি ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে ওই বক্তব্য থেকে সম্প্রতি সরে এসে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এটাকে ধাপ্পাবাজি বলে মনে করি না। আমার মনে হয় এই বিষয়ে হয়তো কোনও পার্থক্য আছে।

 

/জেজে/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…