X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যায় ট্রাম্পের প্রতিক্রিয়া তদন্ত করবে ডেমোক্র্যাটরা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১২:১৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:১১

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্রের সিনেটের গোয়েন্দা কমিটি। যুক্তরাষ্ট্র-সৌদি আরবের সম্পর্ক গভীরভাবে খতিয়ে দেখার অংশ হিসেবেই ট্রাম্পের প্রতিক্রিয়া তদন্ত করা হবে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন জানুয়ারিতে এই গোয়েন্দা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্কিফ। ওয়াশিংটন পোস্টকে অ্যাডাম স্কিফ বলেন, সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বাণিজ্য সম্পর্ক মার্কিন নীতিকে প্রভাবিত করছে কিনা তাও খতিয়ে দেখা হবে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস। খাশোগি হত্যায় ট্রাম্পের প্রতিক্রিয়া তদন্ত করবে ডেমোক্র্যাটরা

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মধ্যপ্রাচ্যে অন্যতম মার্কিন মিত্র সৌদি আরবের পক্ষে নেওয়া অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বারবার তাদের সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র চুক্তি ও ইরান প্রশ্নে তাদের কৌশলগত অবস্থানের কথা বলে আসছেন। নিজের শীর্ষ সমালোচক স্কিফকে নিয়মিত আক্রমণ করে থাকেন ট্রাম্প। চলতি মাসে এক টুইট বার্তায় এই কংগ্রেসম্যানকে তিনি ‘লিটল অ্যাডাম স্কিফ’ বলে সম্মোধন করেছিলেন। জবাবে স্কিফ লিখেছিলেন, এটা ভালো ছিলো প্রেসিডেন্ট।

সিনেটের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্কিফ। চলতি মাসের কংগ্রেসের নির্বাচনে ডেমোক্র্যাটদের হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আগামী জানুয়ারিতে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার। এর মাধ্যমে ট্রাম্প ও তার প্রশাসনের ওপর নজরদারি চালাতে পারবেন ডেমোক্র্যাট সদস্যরা। পাঠাতে পারবেন সমন বা স্থগিত পারবেন শুনানি।

অ্যাডাম স্কিফ ওয়াশিংটন পোস্টকে জানান, তারা ইয়েমেন যুদ্ধ, সৌদি রাজ পরিবারের স্থিতিশীলতা এবং সমালোচক ও সংবাদমাধ্যমের ওপর রাজতন্ত্রের আচরণ খতিয়ে দেখবেন। তিনি বলেন, নিশ্চিয়ই আমরা খাশোগি হত্যাকাণ্ডে আরও তদন্ত করবো। আমরা নিশ্চয়ই পরীক্ষা করে দেখতে চাইবো এই হত্যাকাণ্ড সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলো কতটুকু জানে।

সম্প্রতি সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যাকাণ্ড ঘটেছে সিআইএ’র এমন ধারণা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। সৌদি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে বসবাস করা সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে নিজ দেশের কনস্যুলেটে খুন হন। সৌদি সরকারের সমালোচক ওই সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে গত বৃহস্পতিবারও নিজের সন্দেহের কথা বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, সিআইএ কোনও সিদ্ধান্তে আসেনি। তাদের অনুভবের নির্দিষ্ট উপায় রয়েছে। তিনি বলেন, সৌদি যুবরাজ তীব্রভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যাডাম স্কিফ বলেন, তার প্যানেল সিআইএ’র অনুসন্ধান পরীক্ষা করে দেখবে। এছাড়া সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত আর্থিক সম্পর্ক প্রেসিডেন্ট হিসেবে তার প্রতিক্রিয়ায় ভূমিকা রেখেছে কিনা তাও পরীক্ষা করে দেখবেন তারা। তিনি বলেন, এই ঘটনায় সম্ভাব্য আর্থিক স্বার্থ সংঘাত ও সুবিধা লাভের বিষয় রয়েছে যেগুলোতে কংগ্রেসের শেষ পর্যন্ত যাওয়া দরকার। বিদেশে ট্রাম্পের বিনিয়োগ মার্কিন নীতিকে দেশের স্বার্থ বিরোধী ভাবে প্রভাবিত করছে কিনা তা আমাদের খুঁজে দেখতে হবে।

ট্রাম্প এখনও নিজের ব্যবসার মালিক। তবে প্রতিদিনই তা থেকে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন তিনি। ২০১৫ সালে এক নির্বাচনি প্রচার র‍্যালিতে তিনে বলেছিলেন, সৌদি আরবে বিনিয়োগ থেকে শত শত কোটি ডলার আয় করেছেন তিনি।

/জেজে/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ