X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট চুক্তিতে হুমকির মুখে ব্রিটিশ-মার্কিন বাণিজ্য: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৩:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৩:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির কারণে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক। সাংবাদিকদের ট্রাম্প বলেন, বেরিয়ে যাওয়ার এই চুক্তি ইইউ’র জন্য অনেক ভালো মনে হচ্ছে এবং এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়ত বাণিজ্য করতে সক্ষম হবে না যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ব্রেক্সিট চুক্তিতে হুমকির মুখে ব্রিটিশ-মার্কিন বাণিজ্য: ট্রাম্প

বিবিসি জানায়, থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির ১০ নম্বর ধারায় খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্য বিশ্বের যে কোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারবে। ১১ ডিসেম্বর ব্রিটিশ এমপিরা চুক্তিটি অনুমোদনে ভোট দেবেন। এই চুক্তি নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন থেরেসা মে। সোমবার দেশটির পার্লামেন্টে সব দলের এমপিরা সমালোচনা করেছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে গভীরভাবে খতিয়ে দেখতে হবে যে যুক্তরাজ্য বাণিজ্য করতে পারবে কি পারবে না। কারণ এখন যদি আপনারা চুক্তিটির বিষয়ে মনোযোগ দেন তাহলে মনে হবে তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আর এটা কোনও ভালো কিছু না। আমি মনে করি না তারা এটাই চেয়েছে।

বিবিসি বলছে, ট্রাম্প হয়ত মনে করছেন ব্রেক্সিট চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সক্ষম হবে না যুক্তরাজ্য।

তবে ট্রাম্পের এই মন্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, রবিবার যে ব্রেক্সিট চুক্তি হয়েছে তাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ যে কোনও দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারবে।

রবিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র নেতারা ব্রেক্সিট চুক্তি অনুমোদন করার পর এক সংবাদ সম্মেলনে থেরেসা মে জানান, ড়দিনের আগেই ব্রেক্সিট চুক্তির বিষয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ভোটাভুটি হবে। জনগণ আশায় থাকবে যে, চুক্তিটির পক্ষেই পার্লামেন্ট ভোট দেবে। যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষই চায় চুক্তিটি সম্পন্ন হোক। দৈনন্দিন জীবনে যেসব বিষয় মানুষের জন্য দরকার তারা চায় আমরা সেসব দিকে পরিষ্কারভাবে নজর দেই।

গত সপ্তাহে ব্রেক্সিট চুক্তির খসড়া প্রকাশ করার পর থেকেই চুক্তির পক্ষে ভোট দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। ইতোমধ্যে লেবার পার্টি, লিব ডিমস, এসএনপি, ডিইউপি এমনকি প্রধানমন্ত্রীর থেরেসা মে’র কনজারভেটিভ পার্টিরও অনেক নেতা এই চুক্তির বিরুদ্ধে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন রবিবার বলেছেন, তার দল পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেবে। তিনি এই চুক্তিকে আলোচনার একটি করুণ ব্যর্থ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এটা আমাদের সারাবিশ্বে সবচেয়ে খারাপ অবস্থানে রাখবে।’

 

/এএ/
সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল