X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মৃত্যুপথযাত্রী বাংলা‌দেশি মা‌য়ের শেষ ইচ্ছা পূরণে বাধা ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ০৫:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০৫:২০

মৃত্যুপথযাত্রী স্ত্রীকে দেখতে যেতে চাওয়া এক স্বামীর ভিসা প্রত্যাখান করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতর। আর এই সিদ্ধান্তকে অমানবিক আখ্যা দিয়েছেন ওই দম্পত্তির সন্তান ও বাংলা গানের সুপরিচিত গীতিকার সৈয়দ দুলাল। ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইংল্যান্ডের হার্টলিপুলের স্থানীয় প্রাচীন সংবাদপত্র ‘হার্টলিপুল মেইল’।  ‘আমার বাবা তাঁর মৃত্যুপথযাত্রী স্ত্রীকে দেখুক, হোম অফিস তা চায় না’ এই শিরোনামে প্রকাশিত ওই খবরের উপশিরোনামে বলা হয় ‘দাদীর শেষ ইচ্ছে প্রত্যাখ্যান করলো ভিসা অফিস’। মায়ের সঙ্গে সৈয়দ দুলাল
গীতিকার সৈয়দ দুলাল জানান, তার বাবা শুধুমাত্র মরণাপন্ন স্ত্রীকে দেখতে ফ্যামিলি ভিজিটে আসতে চান। এখানে এসে দীর্ঘস্থায়ী বা লম্বা সময় থাকার কোনও ইচ্ছে তার নেই। এর আগেও তিনি অনেকবার যুক্তরাজ্য সফর করেছেন। কিন্তু কোন‌ওবারই তিনি নির্ধারিত সময়ের বাইরে অবস্থান করেননি। সময়মত বাংলাদেশে ফিরে গেছেন। দুলাল জানান, তার অসুস্থ্য মা প্রতিদিন কান্নাকাটি করেন, তার ধারণা এই বুঝি তার স্বামী আসছেন।

স্বরাষ্ট্র দফতর থেকে বাবার ভিসা প্রত্যাখ্যানের চিঠি হাতে নিয়ে রেষ্টুরেন্ট ব্যবসায়ী সৈয়দু দুলাল বাংলা ট্রি‌বিউন‌কে সোমবার (২৬ নভেম্বর) বলেন, হোম অফিস তার বাবার ইউকে ভিজিট ভিসা আবেদন প্রত্যাখ্যান করে কোনো আপিলের সুযোগ রাখেনি। প্রয়োজনে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে বলা হয়েছে। তিনি বলেন, নতুন করে আবেদনে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আর সেই সময় অপেক্ষা করার মতো অবস্থা তার মায়ের নেই। যে কোন সময় তার মায়ের কিছু একটা হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের এই অমানবিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সৈয়দ দুলাল বলেন, বহুসংস্কৃতির ব্রিটিশ সমাজের সমৃদ্ধ ও অগ্রযাত্রায় আমরা সব কমিউনিটি সমানতালে ভূমিকা রাখছি। এর বিনিময়ে সমাজ বা রাষ্ট্রের মানবিক সহযোগিতা পাওয়া আমাদের অধিকার। আমার মায়ের শেষ ইচ্ছে প্রত্যাখ্যান করে হোম অফিস আমাদের এই অধিকারই লঙ্ঘন করেছে। তিনি তাঁর মৃত্যপথযাত্রী মায়ের শেষ ইচ্ছে পূরণে হোম অফিসকে মানবিক হওয়ার আহ্বান জানান।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ