X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুপ্তচরবৃত্তির শঙ্কা, চীনা শিক্ষার্থীদের বিষয়ে কঠোর যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ২২:১০আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:১২
image

চীন থেকে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পড়তে যাবেন তারা আদতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত কি না তা নিশ্চি তেকড়া বিধি আরোপ হতে যাচ্ছে।  যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ দেওয়ার আগে নিবিড়ভাবে আগ্রহী শিক্ষার্থীদের অতীতের তথ্য সংগ্রহ করা হবে। তাদের ওপর বলবৎ হবে কিছু বিধি-নিষেধও। যুক্তরাষ্ট্র সন্দেহ করে, স্বল্প সময়ে চীনের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পেছনে রয়েছে অসৎ কোনও প্রক্রিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে চীন ‘অত্যন্ত অশালীন’ আখ্যা দিয়েছে। গুপ্তচরবৃত্তির শঙ্কা, চীনা শিক্ষার্থীদের বিষয়ে কঠোর যুক্তরাষ্ট্র

গত জুন মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিমান শিল্প, রবোটিক্স এবং অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার মতো বিষয় অধ্যয়নের ক্ষেত্রে চীনা শিক্ষার্থীদের ভিসার মেয়াদকাল পাঁচ বছর থকে কমিয়ে এক বছর করে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন, গুপ্তচরবৃত্তি এবং মেধাস্বত্বের চুরি ঠেকাতে এই ব্যবস্থা কার্যকর হবে। আর এখন ট্রাম্প প্রশাসন পরীক্ষা করে দেখছে, মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চীনা শিক্ষার্থীদের অতীত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় কি না।  এসব শিক্ষার্থীর ফোন রেকর্ডের তথ্য এবং যুক্তরাষ্ট্র ও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও সন্দেহজনক মতামতের বিষয়ে অনুসন্ধান করা হবে, তাদের যুক্তরাষ্ট্রে যেতে চাওয়ার পেছনে থাকা আসল কারণ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শিক্ষা খাতে কর্মরত ব্যক্তিদের সাইবার হামলা ও গোয়েন্দাবৃত্তির সম্পর্কে সতর্ক থাকার প্রশিক্ষণ দেবেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পড়তে আসা প্রত্যেক চীনা শিক্ষার্থীকে পার্টি ও সরকারের অনুমতি নিয়ে আসতে হবে। তারা হয়তো গুপ্তচরবৃত্তির জন্য যুক্তরাষ্ট্রের আসছেন না কিন্তু এটা করা প্রয়োজন কারণ তারা কেউই রাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত নন।’

হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের উদ্দেশ্য এটা নিশ্চিত করা, যারা চীন থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাবেন তারা যেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য হুমকি না হয়ে ওঠেন।

গুপ্তচরবৃত্তির বিষয়ে মার্কিন সন্দেহের বিষয়ে তীব্র দ্বিমত প্রকাশ করেছে চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই বলেছেন, ‘খুবই অশালীন। কীভাবে তাদেরকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার কথা ভাবা হচ্ছে। আমি মনে করি, এটি তাদের প্রতি অত্যন্ত বড় অবিচার।’ তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

চীনা শিক্ষার্থীদের ওপর নজরদারি করার বিষয়ে যে মার্কিন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে তা চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিকল্পনারই অংশ। যুক্তরাষ্ট্র মনে করে, চীন যে খুব স্বল্প সময়ের ব্যবধানে প্রবল গতিতে প্রযুক্তিগত উন্নয়ন করছে তার পেছনে রয়েছে অবৈধ প্রক্রিয়া।  

/এএমএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান