X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে একক রাষ্ট্র সমর্থন, সিএনএনের চাকরি হারালেন অধ্যাপক

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৮, ১৭:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:০৮
image

দ্বি-রাষ্ট্রিক নয় বরং বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েলের সবাইকে নিয়ে একটি একক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার বিষয়ে সমর্থন দেওয়ায় চাকরি হারালেন ‘আমেরিকান কেবল নিউজ নেটওয়ার্কের’ (সিএনএন) রাজনৈতিক ধারাভাষ্যকার মার্ক ল্যামন্ট হিল। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছে ইহুদিদের সংগঠন ‘অ্যান্টি ডিফেমেশন লিগ’ (এডিএফএল)। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিল জাতিসংঘে দেওয়া এক ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস ও জাতিগত নির্মূলের অভিযোগও এনেছিলেন। মার্ক ল্যামন্ট হিল

মার্ক ল্যামন্ট হিল টেম্পল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক তিনি সিএনএনে রাজনৈতিক ধারাভাষ্যকার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সিএনএনের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্ক ল্যামন্ট হিলের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের আর কোনও সম্পর্ক নেই। সেখানে উল্লেখ করা হয়নি, কেন হিলের সঙ্গে চুক্তির ইতি টানা হয়েছে। তবে ইসরায়েলে ও ফিলিস্তিনের বিষয়ে করা হিলের মন্তব্যের কারণে তার বিরুদ্ধে ‘অ্যান্টি ডিফেমেশন লিগ’ (এডিএফএল) ও অন্যান্য কিছু সংগঠন সমালোচনায় মুখর হয়ে উঠেছিল।

ফিলফিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য নির্ধারিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত বুধবার (২৯ নভেম্বর) জাতিসংঘে আয়োজন করা হয়েছিল এক সভার। সেখানে হিল বলেছিলেন, ফিলিস্তিনে সবার জন্য একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা উচিত। তিনি আরও বলেছিলেন, ‘ফিলিস্তিনিদের নদীর কাছ থেকে মুক্ত করে সাগরে যেতে দিতে হবে।’ এডিএফএল বলেছে, এই বক্তব্যটি সাংকেতিক। তার গুপ্ত মানে রয়েছে। আর সেটা হলও, ‘ইসরায়েলকে ধ্বংস করো!’

কিন্তু এডিএফএলের বক্তব্যের বিরোধিতা করে ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামের ইহুদিদের আরেকটি সংগঠন বলেছে, ‘এডিএফএল নিজেদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করা সংগঠন হিসেবে দাবি করলেও, তাদের অতীত ইতিহাস দেখলে বোঝা যায় তারা আরববিরোধী, মুসলমানবিরোধী এবং ফিলিস্তিনবিরোধী তৎপরতায় জড়িত।’

হিল বলেছেন: ‘নদী থেকে মুক্ত করে সাগরে যেতে দেওয়ার’ যে বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে তা কোনওভাবেই কোনও কিছুকে ধ্বংস করার আহ্বান নয়। এটা ইসরায়েল ও গাজা দুই স্থানেই ন্যায় প্রতিষ্ঠার আহ্বান। ভাষণে এগুলো খুব স্পষ্ট করেই বলা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘আমি ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারকে সমর্থন করি। আমি তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারেকে সমর্থন করি। ইসরায়েলি কর্মকাণ্ড ও নীতির বিরুদ্ধে আমি তীব্র সমালোচনা করি। কিন্তু আমি ইহুদিবিদ্বেষ সমর্থন করি না, ইহুদিদের হত্যা করা সমর্থন করি না।’

আল জাজিরা লিখেছে, সম্প্রতি ফিলিস্তিনিদের মধ্যে একক রাষ্ট্র গঠনের বিষয়টি সমর্থন পেতে শুরু করেছে। তাদের অনেকেই মনে করেন, ইহুদি ও মুসলমানদের জন্য একক রাষ্ট্র গঠিত হলে তা দুই পক্ষের অধিকারকেই সুরক্ষিত করবে। কিন্তু ইসরায়েলের কট্টর ডানপন্থীরা বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে একক রাষ্ট্র গঠনের চরম বিরোধিতা করে আসছেন।

/এএমএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী