X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহর অ্যাংকারিজ থেকে ১২ কিলোমিটার উত্তরে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প আঘাত হানে। এতে হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।

৭.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা

অ্যাংকারিজ শহরে প্রায় তিন লাখ মানুষের বাস। শহরটির আশেপাশে আরও ১ লাখ মানুষ বসবাস করেন। আলাস্কার গভর্নর বিল ওয়াকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন।

পুলিশ ও দমকলবাহিনী আলাস্কার সেনা ও ন্যাশনাল গার্ডের সঙ্গে উদ্ধার তৎপরতা সমন্বয় করছে বলে জানিয়েছে পুলিশ প্রধান জাস্টিন ডল।

বিবিসি জানায়, প্রায় ১০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কয়েকটি ভবন ও সেতু ধসে পড়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কম্পন থেমে যাওয়ার পর ব্যস্ত এলাকার মানুষেরা নিজ নিজ বাস ভবনে ফিরে যান। কিন্তু পরপর কয়েকটি আফটার শকের ঘটনায় তারা আবার রাস্তায় নামেন।

ভূমিকম্পের পর দক্ষিণাঞ্চলীয় আলাস্কার উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, অ্যাংকারিজ শহরের একটি বিদ্যালয়ের ছাদ ও বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল থেকে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের একজন সাংবাদিক জানান, তিনি একটি দোতলা ভবনে ফাটল দেখেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যে আলাস্কা একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রতি বছর সেখানে গড়ে ৪০ হাজার ভূমিকম্প হয়। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের বাকি ৪৯ অঙ্গরাজ্যে যতো ভূমিকম্প হয় সেই সংখ্যার চেয়ে বেশি।

এর আগে ১৯৬৪ সালের ২৭ মার্চ আলাস্কায় ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এই ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। ৪ মিনিটের বেশি সময় স্থায়ী ওই ভূমিকম্পের পর সুনামি হয়। এতে ১৩০ জনের প্রাণহানি হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!