X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

৭.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহর অ্যাংকারিজ থেকে ১২ কিলোমিটার উত্তরে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প আঘাত হানে। এতে হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।

৭.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা

অ্যাংকারিজ শহরে প্রায় তিন লাখ মানুষের বাস। শহরটির আশেপাশে আরও ১ লাখ মানুষ বসবাস করেন। আলাস্কার গভর্নর বিল ওয়াকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন।

পুলিশ ও দমকলবাহিনী আলাস্কার সেনা ও ন্যাশনাল গার্ডের সঙ্গে উদ্ধার তৎপরতা সমন্বয় করছে বলে জানিয়েছে পুলিশ প্রধান জাস্টিন ডল।

বিবিসি জানায়, প্রায় ১০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কয়েকটি ভবন ও সেতু ধসে পড়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কম্পন থেমে যাওয়ার পর ব্যস্ত এলাকার মানুষেরা নিজ নিজ বাস ভবনে ফিরে যান। কিন্তু পরপর কয়েকটি আফটার শকের ঘটনায় তারা আবার রাস্তায় নামেন।

ভূমিকম্পের পর দক্ষিণাঞ্চলীয় আলাস্কার উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, অ্যাংকারিজ শহরের একটি বিদ্যালয়ের ছাদ ও বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল থেকে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের একজন সাংবাদিক জানান, তিনি একটি দোতলা ভবনে ফাটল দেখেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যে আলাস্কা একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রতি বছর সেখানে গড়ে ৪০ হাজার ভূমিকম্প হয়। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের বাকি ৪৯ অঙ্গরাজ্যে যতো ভূমিকম্প হয় সেই সংখ্যার চেয়ে বেশি।

এর আগে ১৯৬৪ সালের ২৭ মার্চ আলাস্কায় ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এই ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। ৪ মিনিটের বেশি সময় স্থায়ী ওই ভূমিকম্পের পর সুনামি হয়। এতে ১৩০ জনের প্রাণহানি হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপে ইউক্রেনীয় রাষ্ট্রদূত প্রতিস্থাপনের ইস্যু: প্রতিবেদন
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের