X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সামরিক হেলিকপ্টারের ভিডিও করায় মিসরে গ্রেফতার ব্রিটিশ শিক্ষার্থী

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১৭:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:১২
image

সামরিক হেলিকপ্টারের ভিডিও করায় মিসরে লিবীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রথমে একজন আইনজীবী দেওয়া হলেও পরে সেই আইনজীবী নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। অভিযুক্তের স্বজনরা মিসরের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত মুহাম্মেদ ফাথি আবুলকাশেম (১৯) যুক্তরাজ্যের এ লেভেল স্তরের শিক্ষার্থী। তিনি মিসরে বেড়াতে গিয়েছিলেন। সামরিক হেলিকপ্টারের ভিডিও করায় মিসরে গ্রেফতার ব্রিটিশ শিক্ষার্থী

মিসরে মুহাম্মেদ ফাথিকে গ্রেফতারের বিষয়ে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিমানবন্দরে উড়ে যেতে থাকা একটি হেলিকপ্টারকে পেছেন রেখে মোবাইল ফোনে নিজের ভিডিও করেছিলেন তিনি। এদিকে তিনি যে হোটেলে ছিলেন সেখান থেকেও তার গতিবিধির বিষয়ে সন্দেহ প্রকাশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেই সূত্রে তাকে বিমান বন্দরে পরীক্ষা করা হয়। সেখানে তার মোবাইলে হেলিকপ্টারের ভিডিওটি পাওয়া যায়।

মুহাম্মেদ ফাথি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে থাকেন। লিবিয়াতে বসবাসরত দাদির সঙ্গে দেখা করতে তিনি তার পরিবারের সঙ্গে লিবিয়া গিয়েছিলেন। সেখান থেকে ভ্রমণের উদ্দেশে ২১ নভেম্বর তিনি পৌঁছান মিসরের আলেক্সান্দ্রিয়াতে। তার সঙ্গে ছিলেন তার চাচাত বোন শারিন নাওয়াজ।

নওয়াজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, মোহাম্মেদ ফাথিকে গ্রেফতারের ১২ ঘণ্টা পর্যন্ত তার পরিবারের সদস্যদের কিছু জানতে দেওয়া হয়নি। পরে তিনি নাওয়াজদের শুধু এটুকুই জানাতে পেরেছেন, তাকে মিসরীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে।

মিসরে সামরিক স্থাপনা সংক্রান্ত কোনও কিছুর ছবি তোলা বা ভিডিও ধারণ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু নওয়াজের ভাষ্য, ‘যদি তারা এতো কড়াকড়িই করতে চায় তাহলে তাদের উচিত হবে না এভাবে প্রকাশ্যে সামরিক হেলিকপ্টার ওড়ানো।’

মোহাম্মেদ ফাথি আবুলকাশেমের মুক্তির জন্য তার পরিবার যুক্তরাজ্য সরকারে কাছে পদক্ষেপ গ্রহণে আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মিসরে তার আটক হওয়ার বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কোনও মন্তব্য করেনি।

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’