X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিজেকে বন্দিত্ব থেকে মুক্ত করার সুযোগ অ্যাসাঞ্জের রয়েছে: মোরেনো

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:২৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:২৬
image

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বলেছেন, দূতাবাসের বন্দী জীবন থেকে নিজেকে মুক্ত করার সুযোগ জুলিয়ান অ্যাসাঞ্জের রয়েছে। তিনি চাইলেই দক্ষিণ আমেরিকার দেশটির লন্ডনে অবস্থিত দূতাবাস থেকে বের হয়ে যেতে পারেন। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার যে আশঙ্কা তার মনে রয়েছে, তা বাস্তব নয়। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে তাকে প্রত্যার্পণ করে দেবে এমন আশঙ্কায় ছয় বছর ধরে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিলেও বর্তমান প্রেসিডেন্ট মোরেনো সরাসরি জানিয়ে দিয়েছেন, অ্যাসাঞ্জের দূতাবাসে থাকাটা তার পছন্দ নয়। ইকুয়েডর দূতাবাসে জুলিয়ান অ্যাসাঞ্জ
বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নিয়ে ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে বাস করছেন। সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর ওই বছরের জুন থেকে সেখানে আছেন তিনি। অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ। তিনি মনে করেন, সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে। আর যুক্তরাষ্ট্র সরকার তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের নামে মৃত্যুদণ্ড দেবে।
ইকুয়েডরের একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো বলেছেন, ‘ইকুয়েডরের দূতাবাসে জুলিয়ান অ্যাসাঞ্জের উপস্থিতি আমি পছন্দ করি না। কিন্তু তার মানবাধিকারের প্রতি শ্রদ্ধা আছে বলেই এতদিন তিনি সেখানে রয়েছেন। আমি বলতে চাই, দূতাবাসের প্রায় বন্দি জীবনে থাকার জন্য ছয় বছর অনেক দীর্ঘ সময়। অ্যাসাঞ্জের কাছে সুযোগ আছে প্রায় স্বাধীন হয়ে যাওয়ার।’ আর সেই সুযোগটা কী তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, অ্যাসাঞ্জ যদি ইকুয়েডরের দূতাবাসে ছেড়ে বেরিয়ে আসেন তাহলে যুক্তরাজ্য তাকে সুইডেনে প্রত্যর্পণ করবে না। যুক্তরাজ্যের আদালত তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে স্বল্প মেয়াদের সাজা দেবে, যা ছয় মাসের বেশি হওয়ার কথা না। সুইডেনে তার বিরুদ্ধে যৌন হয়রানির যে দুইটি তদন্ত চলছিলো, সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি মনে করেন, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের হাতে অ্যাসাঞ্জকে তুলে দেবে না।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!