X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
খাশোগি হত্যাকাণ্ড

মার্কিন সিনেটরদের ব্রিফ করলেন তুরস্কের গোয়েন্দা প্রধান

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৫২

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সিনেটরদের ব্রিফ করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান হাকান ফিদান। ব্রিফিংয়ে অংশ নেওয়া মার্কিন সিনেটরদের এ হত্যাকাণ্ড নিয়ে তুর্কি তদন্তে উঠে আসা নানা দিক সম্পর্কে অবহিত করা হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জামাল খাশোগি ইস্তানবুল থেকে আল জাজিরা’র প্রতিনিধি মোহাম্মদ ভ্যাল জানান, তুর্কি গোয়েন্দা প্রধানের এই ব্রিফিং মার্কিন সিনেটরদের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার ক্ষেত্র প্রস্তুত করেছে। একইসঙ্গে তারা এ ঘটনার নেপথ্য নায়ক হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নিন্দা জানানোর ক্ষেত্র তৈরি হয়েছে। তুরস্কের দিক থেকে এ ব্রিফিংয়ে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জেফ মার্কলি মন্তব্য করেছেন, খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি যুবরাজকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে ট্রাম্প ভুল করছেন। শুক্রবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

ডেমোক্র্যাটিক পার্টির এই সিনেটর বলেন, মোহাম্মাদ বিন সালমানকে বাঁচিয়ে দেওয়ার পেছনে ট্রাম্পের একমাত্র যুক্তি হচ্ছে তার মাধ্যমে সৌদি আরবের কাছে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করছে ওয়াশিংটন। এই যুক্তি দেখিয়ে তিনি কংগ্রেসে এমবিএসের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের বিরোধিতা করছেন।

এই রাজনীতিক বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জটিল নীতি গ্রহণ করেছেন। তিনি দাবি করছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সৌদি আরব ওয়াশিংটনের সবচেয়ে বড় সহযোগী। কিন্তু এসব কথা বলে বিশ্বব্যাপী সাড়া জাগানো একটি হত্যাকাণ্ডের মূল হোতাকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া