X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বললেন রুহানি

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৪

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে উল্লেখ দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার রাজধানী তেহরানে এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বললেন রুহানি

সন্ত্রাসবাদের বিরুদ্ধ লড়াই ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইরান ছাড়াও এতে অংশগ্রহণ করছে  চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান। দ্বিতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পাকিস্তানে প্রথম এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিশেষ প্রমাণ হচ্ছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা।

ইরানি জাতির ওপর মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদের সুস্পষ্ট রূপ বলেও মন্তব্য করেন রুহানি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদের অর্থ হচ্ছে- অর্থনীতি নিয়ে কোনও একটি দেশের মধ্যে ভয় সৃষ্টি এবং অন্য দেশগুলোর সঙ্গে সেই দেশের আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা। তিনি আরও বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের সবচয়ে বড় শিকার এবং মারাত্মকভাবে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়া একটি দেশ। তবে এসব ক্ষতির পরও ইরান সন্ত্রাসবাদবিরোধী লড়াই থেকে সরে যাবে না বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। তারপর দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে দেশটি। পরমাণু চুক্তিটিতে ইরানের বিপক্ষে অন্য পক্ষগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। তারা সবাই চুক্তিটি অক্ষুণ্ন রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কিভাবে ইরানের সঙ্গে  বাণিজ্যিক সম্পর্ক রাখা যায় সে ব্যাপারেও চেষ্টা করছে দেশগুলো।

 

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী