X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা জানাবে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৪২
image

১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ হারানো ভারতীয় সেনা সদস্যদেরকে সম্মাননা জানাবে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর ৪৭ তম বিজয় দিবসে নিহতদের পরিবারকে এ সম্মাননা প্রদান করা হবে। ভারতে নিয়োজিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান শনিবার (৮ ডিসেম্বর) কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।  

বাংলাদেশ ও ভারতের পতাকা
১৯৭১ এ মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেন ভারতীয় সেনারা। সে দেশের দাফতরিক হিসাবে শহীদ ভারতীয় সেনার সংখ্যা ২ হাজারের কম হলেও ২০১১ সালের এক প্রতিবেদনে সম্প্রচারমাধ্যম এনডিটি ৩৯০০ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল। বাংলাদেশের কাছে তালিকাভুক্ত রয়েছে ভারতের ১৬০০ শহীদ সেনার নাম। শনিবার ফোর্ট উইলিয়ামে এক সংবাদ সম্মেলন করেন ভারতে নিয়োজিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান। তিনি জানান, ১৭ থেকে ২৫ জন ভারতীয় শহীদকে ১৬ ডিসেম্বর সম্মাননা জানানো হবে। তাদের নাম চূড়ান্ত করার কাজ চলছে। ভারতীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি রূপার পদক, একটি মানপত্র, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দু’টি বই তুলে দেওয়া হবে প্রত্যেক শহীদের পরিবারের হাতে।’

তৌফিক হাসান বলেন, '২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের সময় ৭ জন ভারতীয় শহীদ সেনার পরিবারের হাতে এই সম্মাননা তুলে দিয়েছিলেন। সেই ধারা জারি রেখেই আমরা এ বার আরও কয়েকজন শহিদের পরিবারের হাতে এই সম্মাননা তুলে দিতে চলেছি। ধীরে ধীরে সব শহীদ ভারতীয় সেনাকেই এই সম্মাননা দেওয়া হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে এর নজির খুব বেশি নেই।'

মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সেনাদের সম্মান জানাতে বিজয় স্মারক তৈরি হয়েছে ফোর্ট উইলিয়ামে। তৌফিক বলেন, 'আমাদের কাছে ১৬০০রও বেশি শহীদ ভারতীয় সেনার নাম রয়েছে, তাদের প্রত্যেককেই আমাদের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা।'

১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডেও পালিত হয় বিজয় দিবস। চলতি বছরও তা পালন করা হচ্ছে। শনিবার ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল, জেনারেল স্টাফ এন ডি প্রসাদ জানান, বাংলাদেশ থেকে ৭২ জনের একটি প্রতিনিধি দল কলকাতায় যাবে এই উদ্‌যাপনে সামিল হতে। প্রতিনিধি দলে ৩০ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ৬ জন সেনা কর্মকর্তাও থাকছেন বলে জানিয়েছেন তিনি। সূত্র: টাইমস নাউ, এনডিটিভি

 

/এফইউ/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের