X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য আইন পাসের দাবি, দিল্লিতে সমাবেশ

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:০১
image

রবিবার (৯ ডিসেম্বর) লক্ষাধিক হিন্দুত্ববাদী রাজনৈতিক কর্মী দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন হিন্দু ধর্মীয় সাধুরা। সংশ্লিষ্টদের দাবি, অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণে আইন পাস করতে হবে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরএসএসের প্রধান মোহন ভগওয়াত প্রথম আইন পাসের মাধ্যমে বাবরি মসজিদের স্থানে একটি মন্দির নির্মাণের বিষয়টি নিশ্চিত করার দাবি তুলেছিলেন। আদালতের ফলাফল প্রত্যাশিত সময়ের মধ্যে না হওয়ায় রামমন্দির নির্মাণের জন্য আইন পাসের দাবি হিন্দুত্ববাদীদের মধ্যে দিন দিন জোরালো হচ্ছে।

অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য আইন পাসের দাবি, দিল্লিতে সমাবেশ

এসব হিন্দুত্ববাদী রাজনৈতিক কর্মীরা মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সহযোগী সংগঠন ভিএইচপি, আরএসএস সদস্য। গত তিন দশক ধরেই অযোধ্যায় মন্দির নির্মাণের দাবিকে কেন্দ্র করে নির্বাচনের আগে উত্তেজনা তৈরি করতে দেখা গেছে বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলোকে। ভারতে ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। বিশ্লেষকরা মনে করেন, ২০১৪ সালে যেরকম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, এবার সেই রকম সাফল্য তারা পাবে না। আর সেজন্যই হিন্দুত্ববাদী প্রচার চালিয়ে ধর্মীয় আবেগে চড়ে নির্বাচনি বৈতরণী পার হতে চাইছে তারা।

হিন্দুত্ববাদীদের দাবি, অযধ্যার বাবরি মসজিদের স্থানটি রামের জন্মভূমি। সেখানে একটি মন্দির ছিল। কিন্তু ১৫২৮ সালে মোঘল সম্রাট বাবরের আদেশে সেখানে মসজিদ নির্মাণ করা হয়। ১৯৯২ সালে হিন্দুত্ববাদীরা মসজিদটির একাংশ ভেঙে ফেলে। এতে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, যাতে মারা যায় দুই হাজার মানুষ। ১৯৪৭ সালের পরে হওয়া বড় দাঙ্গাগুলোর মধ্যে এটি অন্যতম। বাবরি মসজিদের স্থানটি কার অধীনে যাবে, তা নিয়ে এখনও ভারতীয় আদালত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

ভিএইচপির নেতা শারাদ শার্মা রবিবার বলেছেন, ‘এটা কোটি কোটি হিন্দুর বিশ্বাসের বিষয়। তারা রামের জন্মস্থানে একটি মন্দিরের প্রতিষ্ঠা দেখার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষায় থাকতে পারে না।’ সংগঠনের আয়োজনে হওয়া সমাবেশে দাবি করা হয়েছে, মোদি যেন আইন পাস করে বাবরি মসজিদের সঙ্গে একটি মন্দির নির্মাণের ব্যবস্থা করেন। গত মাসেও হাজার হাজার হিন্দুত্ববাদী অযোধ্যায় সমাবেত হয়েছিল মন্দির নির্মাণের দাবিতে।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’