X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের উপেক্ষা, মিয়ানমারের প্রশংসা টুইটার প্রতিষ্ঠাতার

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৯
image

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সি টুইটার বার্তায় মিয়ানমারের প্রশংসা করায়, সমালোচকরা দেশটির নির্যাতিত-নিগৃহীত-দেশান্তরিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে উপেক্ষা করার অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। যেখানে জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়েছে সেখানে ডোর্সির টুইটার বার্তায় ফুটে উঠেছে মিয়ানমারের খাদ্য ও বাসিন্দাদের প্রশংসা।  যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সেখানে তিনি ধ্যানও করেছেন উল্লেখ করায় একজন সমালোচক প্রশ্ন তুলেছেন, ধ্যান কি এতটাই আত্মমগ্নতা তৈরি করতে পারে যে ডোর্সি ভুলেই যাবেন রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর চালানো নির্যাতনের কথা? রোহিঙ্গাদের উপেক্ষা, মিয়ানমারের প্রশংসা টুইটার প্রতিষ্ঠাতার

২০১৭ সালের আগস্ট মাসে সন্ত্রাসীদের দমন করার নামে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান শুরু করেছিল মিয়ানমার। সেই অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটানো শুরু করলে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূলের প্রচেষ্টা’ আখ্যা দিয়েছে। ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
বর্তমানে টুইটারের সিইও ডোর্সি টুইটার বার্তায় লিখেছেন, জন্মদিন উপলক্ষে তিনি ১০ দিনের জন্য গত মাসে মিয়ানমারের উত্তরাঞ্চলে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা তার জন্য খুবই সুখকর ছিল। তিনি তার ফলোয়ারদেরও মিয়ানমারে বেড়াতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ডোর্সির টুইটার বার্তার ভাষ্য, ‘মিয়ানমার অত্যন্ত সুন্দর একটি দেশ। সেখানকার মানুষরা খুবই উচ্ছ্বল। সেখানকার খাবার অসাধারণ। আমি ইয়াঙ্গুন, মানডালে এবং বাগান শহরে গিয়েছি। বেশ কিছু উপাসনালয়ে ধ্যানও করেছি।’

রোহিঙ্গা নিপীড়ন প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এভাবে মিয়ানমারের প্রশংসা প্রচার করায় ক্ষুব্ধ হয়েছেন অনেক টুইটার ব্যবহারকারী। তাদের অভিযোগ, ডোর্সি রোহিঙ্গাদের বিষয়টি শুনেও না শোনার ভান করে এড়িয়ে গেছেন।

মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচের’ ইউরোপীয় শাখার কর্মকর্তা অ্যান্ড্রু স্ট্রোয়েলেইন মন্তব্য করেছেন, ‘আমি ধ্যানের বিষয়ে বিশেষ কিছু জানি না। কিন্তু এটা কি এতটাই আত্মমগ্ন করে দেয় যে আপনি ভুলেই যাবেন দেশটির সেনাবাহিনী নির্বিচার হত্যা এবং ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে এবং লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে?’

টুইটার ব্যবহারকারী জেফ স্ট্রাবোন লিখেছেন, ‘টুইটার নাৎসিবাদীদের প্রশ্রয় দেয়, এমন সমালোচনা আছে। এখন টুইটারের প্রধান গর্বের সঙ্গে বিশ্বকে জানাচ্ছেন, গণহত্যা চালানো মিয়ানমারকে তিনি কতটা পছন্দ করেন।’

আল জাজিরার সংবাদ কর্মী মোহাম্মেদ জামজুম বলেছেন, ডোর্সির টুইটার বার্তা পড়ে তিনি ‘ভাষা হারিয়ে ফেলেছেন।’ রোহিঙ্গাদের ওপর প্রতিবেদন প্রস্তুত করা জামজুম স্মরণ করিয়ে দিয়েছেন, গত অক্টোবরেই জাতিসংঘ তাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে বলেছে, মিয়ানমারে এখনও গণহত্যা চলছে।

রোহিঙ্গা নিপীড়নের পেছেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অসত্য তথ্যের প্রচারণাকে অনেক আগে থেকেই দায়ী করা হচ্ছে। সে প্রসঙ্গ টেনে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক লিয়াম স্ট্যাক লিখেছেন, ‘টুইটারের সিইও এমন এক দেশে বেড়াতে গিয়েছিলেন যার সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও ঘৃণামূলক বক্তব্য ছাড়ানোর মাধ্যমে গণহত্যার ক্ষেত্রে প্রস্তুত করেছিল।’

জ্যাক ডোর্সি গত মাসেও একবার সমালোচনার মুখে পড়েছিলেন। হিন্দু ধর্মে থাকা জাত-পাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ভারতের হিন্দুরা তার ওপর ক্ষিপ্ত হয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী