X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এক শতবর্ষী নারীর আকাশ ছোঁয়ার নেশা (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫
image

অস্ট্রেলিয়ার লংহর্ন ক্রিকের মাঝ আকাশ থেকে লাফিয়ে পড়লেন ১০২ বছর বয়সী এক নারী। রবিবার (৯ ডিসেম্বর) শতবর্ষী ওই স্কাইডাইভার নেমে এলেন খুবই স্বাভাবিক আর সাবলীলভাবে। যেবার তার ১০০ বছরে পা দেওয়া, শুরু করেছিলেন সেই ২০১৬ সালে। ২০১৭ সালেও একইভাবে নেমে আসতে পেরেছেন। ‘প্রতিবারই আমি স্বাভাবিক ছিলাম, একইরকম’, অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অ্যাডভার্টাইজারকে বলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্কাই ডাইভারের খেতাব জয়ী ওই নারী।

এক শতবর্ষী নারীর আকাশ ছোঁয়ার নেশা (ভিডিও) আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে মাঝ আকাশে ভেসে বেড়ানো ওই নারীর নাম ইরিন ও’শিয়া। বেশ কয়েক বছর আগে তিনি মেয়েকে হারিয়েছেন মোটর নিউরন নামের দুরারোগ্য রোগে। সন্তানের প্রতি সুতীব্র ভালোবাসা আর তাকে হারানোর গভীর বেদনা নিয়ে আকাশে ভাসেন ইরিন। মানুষের অসীম সম্ভাবনাকে প্রকাশ্যে এনে উপার্জন করেন অর্থ। স্কাইডাইভিং থেকে পাওয়া সেই অর্থ ব্যয় করেন তার মেয়ের মতো মোটর নিউরনের শিকার হওয়া মানুষের চিকিৎসায়।

ইরিন অ্যাডভার্টাইজারকে বলেন, ’১০ বছর আগে মেয়েকে হারিয়েছি, আমার অনুভবজুড়ে ও অস্তিত্বশীল’। মেয়ের মৃত্যুর পর নিউরন মোটর ডিজিজ অ্যাসোসিয়েশন অব সাউথ অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ওই রোগ সম্পর্কে গড়ে তুলছেন সচেতনতা, সংগ্রহ করছেন তহবিল। তার স্বামী জানান, স্কাইডাইভিং থেকে আয় করা লাখ লাখ ডলার তিনি মোটর নিউরন রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করেছেন।  

এক শতবর্ষী নারীর আকাশ ছোঁয়ার নেশা (ভিডিও)

বুকের মধ্যে জমে থাকা হারানো মেয়ের স্মৃতি যেন উঁকি দেয় প্রতিমুহূর্তে-প্রতিক্ষণে। ডাক দেয় আকাশে। নতুন মৃত্যু ঠেকাতেই যেন নেশার মতো ঝাঁপিয়ে পড়েন ইরিন। রবিবার তাকে সঙ্গে নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন প্রশিক্ষকও। আকাশে ভেসে থাকেন দু’জনে। অবশেষে ২২০ কিলোমিটার গতিবেগে নিচে নেমে আসেন তারা। ও'শিয়ার পরিবারের সদস্য ও বন্ধুরা ততক্ষণে আনন্দে দিশেহারা। 

তৃতীয়বারের মতো ওয়েলিংটনে স্কাই ডাইভিংয়ে অংশ নেওয়া ও'শিয়া আগের দুবারও নিউরন মোটর ডিজিজ অ্যাসোসিয়েশন অব সাউথ অস্ট্রেলিয়ার উদ্যোগেই চ্যালেঞ্জিং এ কাজে অংশ নিয়েছিলেন। তবে এই বছরই তিনি বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্কাই ডাইভিং করার রেকর্ড গড়তে সক্ষম হলেন। এবার ডাইভিংয়ের সময় তার বয়স ছিল ১০২ বছর ১৯৪ দিন। ইরিনের আগে এই রেকর্ড ছিল ব্রিটিশ স্কাই ডাইভার ব্রাইসন উইলিয়াম ভার্দুন হায়েস-এর। ২০১৭ সালের মে মাসে ১০১ বছর ৩৮ দিন বয়সে স্কাই ডাইভিং করেছিলেন তিনি।

এক শতবর্ষী নারীর আকাশ ছোঁয়ার নেশা (ভিডিও)

ইরিনের প্রেরণা স্বাস্থ্যকর্মী জেড স্মিথ। তার ২৪ বছর বয়সী এই প্রশিক্ষকই গত দুইবারের মতো এবারও তাকে নিয়ে এসেছেন দুঃসাহসিক অভিযানে। নাউ টু লাভ ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত এক খবর বলছে, প্রথমদিকে পরিবারের সম্মতি ছিল না এতে। নাতনি ইমা স্কালি বলেছেন, ‘আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না ব্যাপারটা। ১০০ বছর বয়সে স্কাইডাইভিংয়ের চিন্তা আমার  কাছে মৃত্যুকে আলিঙ্গন করার মতো ব্যাপারই মনে হয়েছিল। তবে দাদি আমাদের বলেছিলেন, অসম্ভব কিছুকে সম্ভব করার চেষ্টা তার মজ্জাগত। লক্ষ্যের প্রতি তার এই অবিচল অবস্থানে এখন আমি ভীষণ গর্বিত।   

যে রোগের কারণে মেয়েকে হারিয়েছিলেন ইরিন, মৃত্যুই সেই মোটর নিউরন রোগের অনিবার্য পরিণতি। তবু, যেন জীবনবোধের উন্মাতাল নেশার ঘোরে আকাশে ভাসেন ইরিন। দূর আকাশ থেকে মাটিতে নেমে আসেন মৃত্যুপথযাত্রী মানুষের জীবনের আলো হয়ে। 

 

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো