X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সময়মতো ওষুধ সরবরাহ করবে শরীরের অভ্যন্তরে স্থাপিত যন্ত্র!

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১২
image

তারবিহীন এক ইলেক্ট্রনিক যন্ত্র উদ্ধাবন করেছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির একদল বিজ্ঞানী। তাদের দাবি, যন্ত্রটি রোগীর শরীরে প্রবেশের পর রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ক্যাপসুল সদৃশ যন্ত্রটি শরীরের অভ্যন্তরে প্রবেশের পর 'ওয়াই' আকৃতি ধারণ করবে। সঙ্কেত পাঠিয়ে দিলে নির্দেশনা মোতাবেক এটি শরীরের অভ্যন্তরে ওষুধ সরবরাহ করবে।  তাদের বিশ্বাস, এই উদ্ধাবন অস্ত্রোপচারজনিত প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করবে। বিজ্ঞানীদের আশা, যেসব রোগের ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ  প্রয়োজন হয়, তা যথাযথ ও নিয়মিতভাবে শরীরে সরবরাহ করতে হয়, সেসব ক্ষেত্রে এই ডিভাইসের  ব্যবহার ইতিবাচক হবে।
সময়মতো ওষুধ সরবরাহ করবে শরীরের অভ্যন্তরে স্থাপিত যন্ত্র!

২০১৬ সালে ছয়টি ভাঁজ করা হাতের মতো অংশবিশিষ্ট তারাকৃতির ক্যাপসুল নকশা করেছিলেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনলজি-এমআইটির বিজ্ঞানীরা। কোনও অসুস্থ ব্যক্তি ওষুধসহ এটি  গিলে ফেললে ক্যাপসুল নামে ডাকা যন্ত্রটির মূল অংশ অনেকটা অস্পষ্ট অবস্থায় দ্রবীভূত হয়ে পড়ার কথা ছিল। এবার তারা যে যন্ত্রটি বানিয়েছেন, তা ওষুধসহ গিলে খেলে শরীরের অভ্যন্তরে গিয়ে ইংরেজির ওয়াই আকৃতি ধারণ করবে। সংকেত মেনে এক মাস শরীরে প্রয়োজন মাফিক ওষুধ সরবরাহের পর এটি ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হবে এবং একপর্যায়ে তা ক্রমশ ভেঙে ভেঙে এক পর্যায়ে শরীরের পরিপাক প্রক্রিয়ার মধ্য দিয়ে বের হয়ে আসবে।

গবেষকদের একজন জিওভান্নি ট্রাভেরসো আশা প্রকাশ করেন, ‘এই ব্যবস্থার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা পাওয়া যাবে। একটি সংকেতের মাধ্যমে যন্ত্রটিকে ওষুধ সরবরাহের নির্দেশনা ও ওষুধের পরিমাণ নির্ধারণ করে দেওয়া যাবে।’

থ্রিডি প্রিন্টেড ক্যাপসুল সদৃশ এই যন্ত্রটিকে ব্লু টুথ ব্যবহারের মাধ্যমেও বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ভবিষ্যতে একে সংক্রমণজনিত জটিলতা নির্ণয় ও অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া শনাক্তের ডিভাইসে পরিণত করার চেষ্টা করবেন বিজ্ঞানীরা। তাদের‍্য দাবি, শরীরে অন্য কোনও স্বাস্থ্যসরঞ্জাম থাকলে, সেটির সঙ্গেও এই যন্ত্রটি ব্যবহার করা যাবে।

প্রধান গবেষক ইয়ং লিন কং বলেন,  যন্ত্রটির তারবিহীন সংকেত ব্যবস্থা খুবই স্বতন্ত্র। এর নিজেকে পৃথক করে রাখার এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সুনির্দিষ্ট সংযোগ সৃষ্টির বাইরে কোনও অনাকাঙ্ক্ষিত সংযোগ তৈরিকে বাধাগ্রস্ত করবে। ব্যবহার করা অবস্থায় ক্যাপসুল/যন্ত্রটি তাই শরীরের বাদবাকি অংশের থেকে বিচ্ছিন্নই থাকবে। এতে শরীরের জন্য বাড়তি নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।  

আপাতত একটি ছোট সিলভার অক্সাইড ব্যাটারি দিয়ে যন্ত্রটি পরিচালনার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। তবে বিকল্পও সন্ধান করা হচ্ছে। এক্ষেত্রে বহিঃস্থ অ্যান্টেনা কিংবা পাকস্থলীতে উৎপন্ন এসিড ব্যবহার করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়