X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সহযোগীর হত্যায় সেনা সম্পৃক্ততা, তারপরও নীরব সুচি

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৪
image

এক বিশেষ অনুসন্ধানে প্রায় এক বছর আগে ঘটা সুচির এক ঘনিষ্ঠ আইনজীবীর হত্যাকাণ্ড, তার প্রেক্ষিতে সুচির প্রতিক্রিয়া এবং দেশটির প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার উঠে দাঁড়ানোর ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতার প্রসঙ্গটি সামনে এনেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের রাজনীতি থেকে সেনাবাহিনীর প্রভাব কমাতে সংস্কারের ডাক দেওয়া আইনজীবী কো নিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। পুলিশি তদন্তে তিন সাবেক সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তারপরও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে খ্যাতি পাওয়া সুচি ছিলেন নীরব। সুচির এই নীরবতা দেখে রয়টার্স লিখেছে, মিয়ানমারে প্রকৃত গণতন্ত্রের প্রতিষ্ঠা পাওয়ার আশা এক দুরাশা। সহযোগীর হত্যায় সেনা সম্পৃক্ততা, তারপরও নীরব সুচি

রাজনীতি সংস্কারের ডাক দেওয়া কো নি মিয়ানমারের বিখ্যাত একজন আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে দেশটির সংখ্যালঘুদের সুরক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সামরিক প্রভাব থেকে রাষ্ট্রযন্ত্রকে মুক্ত করার জন্য অং সান সু চির রাজনৈতিক দল সঙ্গে কাজ করে আসছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাকে হত্যা করা হয়  ইয়াঙ্গুন বিমানবন্দরে। সেখানে দাদাকে নিতে এসেছিল তার ২ বছর বয়সী ছোট্ট নাতি। গাড়িতে ওঠার আগ মুহূর্তেই ভিড়ের ভেতর থেকে গোলাপি শার্ট পরা এক লোক এসে তার মাথায় পিস্তল ঠেকায়। ট্রিগারের এক চাপে উড়ে যায় তার ঘিলু। রাস্তায় রক্তে লেপ্টে পড়ে থাকে কো নির মরদেহ। এসবই ঘটে তার ছোট্ট নাতিটির সামনে।

তাকে হত্যার ঘটনায় আদেশদাতা হওয়ার ও অর্থায়ন করার অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তিই দেশটির সেনাবাহিনীতে কাজ করেছেন। আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ককে অস্বীকার করা হলেও প্রাসঙ্গিক নথি থেকে উঠে এসেছে, সেনা নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ের সঙ্গে তারা যুক্ত। সংশ্লিষ্ট এক সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এমন এক বৌদ্ধ উপাসনালয় থেকে, যার প্রধান উইথা দারা মনে করেন, 'মুসলমানদের নিয়ে সমস্যা শুধু মিয়ানমারের বিষয় নয়; সারা বিশ্বেই সমস্যা রয়েছে। আর এই সমস্যার কারণ মুসলমানরাই। তারা আরও বেশি স্থান নিজেদের দখলে নিতে চায়।’

সংস্কারের দাবি তোলা একজন আইনজীবীকে হত্যার ঘটনার মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রের প্রকৃত চিত্র সামনে উঠে এসেছে। সুচির সহযোগী হওয়া সত্ত্বেও তিনি রক্ষা পাননি। তার হত্যার মাসখানেক সময়ের মধ্যেও কোনও এ বিষয়ে কোনও প্রতিবাদ করেননি সুচি। কো নির সৎকার অনুষ্ঠানেও যাননি তিনি। কোনির প্রতি তাকে সমবেদনা প্রকাশ করতে দেখা যায় হত্যাকাণ্ডের মাসখানেক পর প্রচারিত এক টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে তিনি কো নিকে তার পরামর্শদাতা ও সহযোগী হিসেবে স্মরণ করেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, তিনি একান্ত আলাপচারিতায় বলেছেন, ‘ওরা কো নিকে আমাদের কাছ থেকে কেড়ে নিলো,’ যার ক্ষতি পূরণ হওয়ার নয়।

কি আইনজীবী কো নি ন্তু তার প্রকাশ্য নীরবতা এটাই দেখিয়ে দেয়, দেশটির সামরিকতন্ত্র আদতে কতটা প্রভাবশালী। কো নির ছেলে থান্ট জিন উ সু চির এই নীরবতা প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘সৎকারের দিনে তার অনুপস্থিত থাকা এবং এ বিষয়ে প্রায় কিছুই না বলার প্রেক্ষিতে মানুষ অনেক অসন্তুষ্ট।’
গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো যেসব বিষয় অং সান সুচির কাছে প্রত্যাশা করা হচ্ছিল, তা দেশটির সামরিকতন্ত্র-বৌদ্ধ জাতীয়তাবাদ ভেঙে দিয়েছে। আশাভঙ্গের বেদনা আরও বাড়িয়ে দিয়েছে সুচির নীরবতা, প্রতিবাদ করার সক্ষমতা বা সদিচ্ছার অভাব। সুচির দল ইতোমধ্যেই মুসলমান রাজনীতিবিদদের সঙ্গে দূরত্ব তৈরি করা শুরু করেছে। রয়টার্স লিখেছে, আর এর মাধ্যমেই বোঝা যায় সামরিকতন্ত্র ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদের হাত থেকে উদ্ধার করে মিয়ানমারে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার আশা কতটা দুরাশা।
     

/এএমএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা