X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করবেন রাজাপাকসে

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭

বিতর্কিত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন শ্রীলঙ্কার বর্ষীয়ান রাজনৈতিক নেতা মাহিন্দা রাজাপাকসে। শনিবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন রাজাপাকসের ছেলে ও সংসদ সদস্য নমল রাজাপাকসে। শুক্রবার এক টুইট বার্তায় নমল জানিয়েছেন দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরে যাবেন তার বাবা। রাজাপাকসের সমর্থক আইনপ্রণেতা লক্ষণ থাপা আবেবর্ধনা বলেছেন, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে। এর ফলে প্রেসিডেন্ট সিরিসেনা নতুন সরকার নিয়োগ দিতে পারবেন বলেও জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। মাহিন্দা রাজাপাকসে
গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়। এরইমধ্যে  পার্লামেন্টে দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলেও ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার আপত্তিতে সেই ফলাফল মানতে অস্বীকার করেছেন সিরিসেনা।  এমন অচলাবস্থায় পরবর্তী বছরের বাজেট পাসও আটকে আছে।

বাবার পদত্যাগের খবর জানিয়ে শুক্রবার টুইটারে নমল লিখেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি রাজাপাকসে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন’।  আর রাজপাকসের সমর্থক আইনপ্রণেতা লক্ষণ থাপা আবেবর্ধনা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা যায় না। কিন্তু দেশকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যা জানুয়ারিতে হওয়ার কথা ছিল। একটি দেশ বাজেট ছাড়া চলতে পারে না’।

গত ৯ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা। তবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ওই ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয়। আদালতের এই রায়ের ফলে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন ২০২০ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এছাড়া এই রায়ের কারণে দেশটি কার্যত সরকারহনি হয়ে পড়ে। পার্লামেন্টের অনুপস্থিতিতে ২০১৯ সালের বাজেট অনুমোদন না হওয়ায় বাজেটহীনতার দিকেই এগুচ্ছে শ্রীলঙ্কা। আগামী বছরের জানুয়ারির শুরুতে ১০০ কোটি ডলারের একটি বৈদেশিক ঋণ পরিশোধের কথা রয়েছে শ্রীলঙ্কার। তবে বৈধ অর্থমন্ত্রী ছাড়া ওই ঋণের বিষয়ে কি করা হবে তা এখনও অস্পষ্ট। চলতি মাসে পৃথক আরেক আদালত রাজাপাকসের ক্ষমতা প্রয়োগের নিষেধাজ্ঞা দেয়।

তবে এখন রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাত সপ্তাহ ধরে চলা শ্রীলঙ্কার ক্ষমতা দখলের লড়াই শেষ হবে আশা প্রকাশ করেছে আল জাজিরা। রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই সিরিসেনা হয়তো বিক্রমাসিংহেকেই নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।

/জেজে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?