X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশ হেফাজতে অভিবাসনপ্রত্যাশী শিশুর মৃত্যু, তদন্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে সাত বছরের এক অভিবাসী শিশুর মৃত্যু ঘটনায় তদন্তের ঘোষণ দিয়েছে দেশটি। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত করবে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পুলিশ হেফাজতে অভিবাসনপ্রত্যাশী শিশুর মৃত্যু, তদন্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের ভাগ্য বিড়ম্বনার শিকার শিশুটির নাম জেকেলিন কাল ম্যাকুইন। তার মৃত্যুর ঘটনাকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফল হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেছেন অনেকে। তবে নিজ অবস্থানে অটুট রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সীমান্ত কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের খাবার ও পানিশূন্যতা এবং মানসিক আঘাতের ফলে মৃত্যু হয় শিশুটির। তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে পরিবারসহ দীর্ঘক্ষণ আটকে রাখায় তার মৃত্যু হয়েছে।

গুয়াতেমালার ওই শিশু তার বাবাসহ একদল শরণার্থীর সঙ্গে মেক্সিকো সীমান্ত পেরিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। পরে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে তাকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। সেখানেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুটি ও তার বাবাকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পরও শিশুটির স্বাস্থ্যগত সমস্যার কোনও লক্ষণ দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে  সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত করে দেশটির ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তকাজ পরিচালনা করবে। তদন্তের ফলাফল সরকার, মার্কিন কংগ্রেস ও দেশটির জনগণকে জানানো হবে।

এদিকে এ ঘটনায় ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ-এর সেক্রেটারি ক্রিস্টজেন নিলসেন-এর পদত্যাগ দাবি করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন। তিনি এ ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে আখ্যায়িত করেন। সূত্র: রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে