X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মার্কিন হেফাজতে ৭ বছরের অভিবাসী শিশুর মৃত্যুতে ক্ষোভ ও নিন্দা

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:০২

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে মার্কিন সীমান্ত কর্মকর্তাদের তুলে নেওয়ার পর তাদের হেফাজতে সাত বছরের এক অভিবাসন প্রত্যাশী শিশু জ্যাকেলিন কাল ম্যাকুইনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

মার্কিন হেফাজতে ৭ বছরের অভিবাসী শিশুর মৃত্যুতে ক্ষোভ ও নিন্দা

৬ ডিসেম্বর ১৬১ জন অভিবাসীর সঙ্গে তুলে নেওয়ার পর শনিবার অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় ম্যাকুইনের মৃত্যু হয়। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) জানায়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে জ্যাকেলিনকে তার বাবার সঙ্গে ৬ ডিসেম্বর আটক করা হয়। ওই সময় পরীক্ষা–নিরীক্ষায় শিশুটির কোনও শারীরিক সমস্যা পাওয়া যায়নি। শিশুটিকে যেখানে আটক রাখা হয়, সেখানে খাবার, পানি ও টয়লেটের ব্যবস্থা ছিল। সেখান থেকে ১৫১ কিলোমিটার দূরত্বে সীমান্ত স্টেশনে নেওয়ার জন্য বাবার সঙ্গে শিশুটিকে বাসে তোলা হয়। বাসে মেয়েটির বাবা নিরাপত্তাকর্মীদের জানান, মেয়ে বমি করছে, শ্বাস নিচ্ছে না। এর প্রায় দেড় ঘন্টা পর স্টেশনে পৌঁছে শিশুটিকে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পরে  হাসপাতালে নিয়ে শিশুটিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি। শিশুটি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার লিভার অকার্যকর হয়ে পড়েছিল।

অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে এতো ছোট মেয়ের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ডেমোক্র্যাটরা এই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে। মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, সিবিপি কাস্টডিতে পানি স্বল্পতা ও ঘটনার আকস্মিকতায় সাত বছরের এক মেয়ের মৃত্যু কাম্য হতে পারে না।

দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও সংস্থাটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেনকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে চাক শুমার।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, আমাদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রত্যাশা করা পরিবারের এই কন্যাশিশুর মৃত্যুতে সব আমেরিকান শোকাহত।  

নিউ মেক্সিকো ও প্রতিবেশী টেক্সাস অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির সিনেট ও কংগ্রেস সদস্যরা এক খোলা চিঠিতে তদন্তের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সিনেটের জুডিশিয়ারি কমিটির শুনানিতে সিবিপি কমিশনার কেভিন ম্যাকআলেনান কেন জ্যাকেলিনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেননি তা নিয়েও প্রশ্ন ওঠেছে। শুনানিতে তিনি সীমান্তে অধিক সংখ্যা পরিবার ও শিশুদের ব্যবস্থাপনায় হিমশিম খাওয়ার কথা বলেছেন।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানে সিবিপি শুধু এক শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। অথচ জ্যাকেলিনের মৃত্যু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে।

হোয়াইট হাউস, সিবিপি ও ডিএইচএস’র পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্ত এজেন্টরা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে যখন তারা অসুস্থতা সম্পর্কে জানতে পারেন। তারা জানান, প্রাথমিক যাচাইয়ে শিশুটিকে সুস্থ উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শিশুটির সঙ্গে স্পেনিশ ভাষায় কথা বলা হয়। যদিও শিশুটির মাতৃভাষা ছিল আলাদা।

এক বিবৃতিতে সিবিপি কমিশনার ম্যাকআলিনান বলেছেন, ‘মেয়েটির বাবা জ্যাকেলিনের অবস্থা সম্পর্কে জানানোর পর এজেন্টরা তাদের ক্ষমতার মধ্যে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেন।’ অবশ্য তাদের দেওয়া বক্তব্যেই মেয়েটি প্রায় দেড় ঘণ্টা কোনও ধরনের চিকিৎসা সহায়তা ছাড়া ছিল বলে উঠে এসেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার বিপজ্জনক দিকটাকে গুরুত্ব দিয়ে সামনে আনছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, শরণার্থী প্রার্থীদের নির্দিষ্ট স্থানে হাজির হওয়া উচিত। তা না করে ২ হাজার দূরে সীমান্ত এলাকায় হাজির হওয়া উচিত না।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নির্ধারিত ফাঁড়িতে শরণার্থীদের আবেদন গ্রহণের সংখ্যা সীমিত করায় এসব মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে।

 

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া