X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শরণার্থী স্বীকৃতির অপেক্ষায় মেক্সিকোতে সাড়ে তিন হাজার মধ্য আমেরিকান

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭

মধ্য অক্টোবরে হন্ডুরাস, এল সালভাদরসহ লাতিন আমেরিকান দেশগুলোর হাজার হাজার বাসিন্দা যুক্তরাষ্ট্র অভিমুখে যাত্রা শুরু করে। গত মাসে ৬ হাজার অভিবাসী ও শরণার্থী যুক্তরাষ্ট্রের টিজুয়ানা সীমান্তে পৌঁছায়। রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানানোর জন্য এটাই যুক্তরাষ্ট্রে প্রবেশের আনুষ্ঠানিক বন্দর। তবে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে না পারা কয়েক হাজার অভিবাসী এখন শরণার্থী স্বীকৃতির অপেক্ষা করছেন। মেক্সিকোর শরণার্থী সহায়তা বিষয়ক কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন এরই মধ্যে তিন হাজার জনকে শরণার্থী স্বীকৃতি দেওয়া হলেও সাড়ে তিন হাজার এখনও বিবেচনাধীন রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। শরণার্থী স্বীকৃতির অপেক্ষায় মেক্সিকোতে সাড়ে তিন হাজার মধ্য আমেরিকান
গত মাসে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ঢল শুরু হলে সবচেয়ে অগ্রভাগে থাকা দলটিকে অনুসরণ করতে থাকে আন্তর্জাতিক মনোযোগ। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে মেক্সিকোর টিজুয়ানা সীমান্তে পৌঁছাতে পায়ে হেঁটে, বাসে চড়ে বা যখন যা পেয়েছেন তাতে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের অনেকেই মধ্যবর্তী সময়ে মেক্সিকোতে কাজ খুঁজতে শুরু করেন আবার অনেকেই সেখানেই থেকে যান। অনেকেই আবার বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আবার অনেকেই টিজুয়ানা-সান্তিয়াগো এলাকা ছাড়াও অন্য সীমান্ত এলাকায় গিয়ে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর কাছে দেশটিতে প্রবেশ করতে দেওয়ার জানাতে থাকে।

টিজুয়ানা পৌঁছানোর আগে দক্ষিণ মেক্সিকোতে প্রবেশ করেই হাজার হাজার মানুষ অভিবাসন কর্মকর্তাদের প্রক্রিয়ায় নিজেদের অন্তর্ভুক্ত করে ফেলে। প্রাথমিকভাবে তাদের দুই সপ্তাহ টাপাচুলাতে আটক রাখা হয় পরে তাদের মামলার সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে মুক্তি দেওয়া হয়। মেক্সিকোর কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে না চাইলেও দেশটির শরণার্থী সহায়তা বিষয়ক কমিশনের (সিওএমআর)টাপাচুলার দুই প্রতিনিধি আল জাজিরাকে বলেছেন, বিভিন্ন সময়ে আসা তিন হাজারেরও বেশি মধ্য আমেরিকাবাসীর শরণার্থী স্বীকৃতির বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে। এ পর্যন্ত সাড়ে তিন হাজার জনকে শরণার্থী স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান এক কর্মকর্তা।

শরণার্থী স্বীকৃতি বা অন্য সুরক্ষার আওতায় আসার অপেক্ষায় থাকা প্রত্যেক ব্যক্তিকে সপ্তাহে দুইবার দুটি স্থানে হাজির হতে হয়। শহরের মধ্যাঞ্চলে শরণার্থী সহায়তা বিষয়ক কমিশনের কার্যালয় আর শহরের বাইরে অভিবাসন কেন্দ্রে। অফিস খোলার কয়েক ঘণ্টা আগেই এসব কার্যালয়ের বাইরে লাইন দিতে শুরু করে মানুষ।

এদেরই একজন হলেন জুনিয়র রিভেরা। হন্ডুরাসের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকার এই বাসিন্দা ও তার অনেক প্রতিবেশি নিরাপত্তা বাহিনীর হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। রিভেরা এবং আরও অনেকে এখন মাসে প্রায় একশো মার্কিন ডলার পান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) থেকে। কিন্তু প্রথম যখন তারা আটকাবস্থা থেকে মুক্তি পান তখন তাদের বেশিরভাগেরই সামান্য বাস ভাড়া দিয়ে নিয়মিত সাপ্তাহিক হাজিরা দেওয়ার আসার সামর্থ্য ছিল না। রিভেরা বলেন, আমরা ভোর চারটায় হাঁটা শুরু করতাম।

আশ্রয় কেন্দ্র দ্রুত ভরে ওঠায় আটকাবস্থা থেকে মুক্তির পর হাজার হাজার মানুষ টাপাচুলার কেন্দ্রীয় পার্কে থাকতে শুরু করে। রিভেরার প্রতিবেশি কয়েকটি পরিবার তখন আরও উত্তরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে সমর্থ্য হয়েছে। তবে রিভেরাসহ অনেকেই দক্ষিণ মেক্সিকোতে থাকতে বাধ্য হচ্ছে।

আইন অনুযায়ী শরণার্থী স্বীকৃতির আবেদন নিস্পত্তি করতে ৪৫ কর্মদিবস লাগার কথা। রিভেরা এবং আরও অনেকের আবেদন গ্রহণ করা হবে কিনা তা জানুয়ারিতেই তা জানা যাবে। তবে এই প্রক্রিয়া আরও ৪৫ কর্মদিবসের জন্য বাড়ানো হতে পারে।

তবে টাপাচুলা এবং এমনকি মেক্সিকোতে থাকতে না চাওয়া অনেকের জন্যই এই প্রক্রিয়া হতাশাজনক। অনেকেই যুক্তরাষ্ট্র বা মেক্সিকোর বাইরে তৃতীয় কোনও দেশে আশ্রয় চান।

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!