X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ইয়েমেন সংকট

মুহূর্তেই ভেস্তে গেলো যুদ্ধবিরতি!

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৪১

জাতিসংঘের মধ্যস্থতায় লোহিত সাগরের বন্দর শহর হুদাইদাহতে যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই ভেস্তে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতেই বিবদমান ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মুহূর্তেই ভেস্তে গেলো যুদ্ধবিরতি! পূর্বাঞ্চলীয় হুদাইদাহতে হুথি বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে।

সরকারি বাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষ এখন অব্যাহত রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এর আগে হুদাইদাহতে নিরপেক্ষ বাহিনী মোতায়েন ও মানবিক করিডোর প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয় বিবদমান পক্ষগুলো। জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই আলোচনায় সংকট সমাধানে একটি রাজনৈতিক কাঠামো প্রণয়ণের জন্য আগামী বছরের জানুয়ারিতে পরবর্তী ধাপের আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক নারী-শিশুও রয়েছে। অক্টোবরে তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর এই যুদ্ধের সমালোচনা তীব্র হতে থাকে। ডিসেম্বরের গোড়ার দিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তার জন্য ৪০০ কোটি ডলার প্রয়োজন।

গত বুধবার ইয়েমেনে সৌদি আরব ও তাদের মিত্রদের সামরিক সহায়তা বন্ধে চাপ জোরালো করার পক্ষে ভোট দেয় মার্কিন সিনেট। অপরদিকে জাতিসংঘের মধ্যস্ততায় সুইডেনে শান্তি আলোচনায় বসেন হুথি বিদ্রোহী এবং সৌদি জোটের প্রতিনিধিরা। আলোচনা শেষে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, উপত্যকা ও শহর থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে বিদ্রোহীরা। আর জাতিসংঘ সমর্থিত ইয়েমেন সরকারের স্থানীয় বাহিনী শহরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবে। তবে শেষ পর্যন্ত ওই যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই অনিশ্চয়তার মুখে পড়লো।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা