X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কার্যকর পদক্ষেপ চায় ২৩ রোহিঙ্গা সংগঠন

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৫০
image

রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ২৩ রোহিঙ্গা সংগঠন। রাখাইনে সেনাবাহিনীর নিপীড়নের ঘটনাকে গণহত্যা আখ্যা দেওয়ার পাশাপাশি নেপিদোর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় নিয়ে ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে বিবৃতিতে।

রোহিঙ্গা
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা নিপীড়নকে ‘জাতিগত নিধন’ হিসেবে দেখে। জাতিসংঘের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক আইনের আওতায় জাতিগত নিধনযজ্ঞকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সমান্তরাল মনে করা হয় না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি কোনও বিচারযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত নয়। আনুষ্ঠানিক বিচার নিশ্চিতের স্বার্থেই রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে ২৩ সংগঠন।

মিয়ানমার সেনাবাহিনীর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করলেও শুরু থেকেই রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যার স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি কোনও মন্তব্যই করেননি। অক্টোবরে প্রকাশিত মার্কিন বার্তা সংস্থা এপির এক বিশেষ অনুসন্ধান থেকে এর নেপথ্য কারণ সম্পর্কে আভাস পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছিল, এখনই মিয়ানমারকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার কথা ভাবছে না মার্কিন প্রশাসন। সে কারণেই সেনাবাহিনীর নিপীড়নকে ‘জাতিগত নিধন’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে তারা।

২৩ রোহিঙ্গা সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নিপীড়নকে ‘জাতিগত নিধন’ আখ্যা দিলে তা ‘আংশিক সত্য’ হয়। ‘এ ঘটনাকে একটি স্বচ্ছ আইনি ভিত্তি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের, যা সম্ভব হবে ‘গণহত্যা’ স্বীকৃতির মধ্য দিয়ে। অক্টোবরে জাতিসংঘের সত্য অনুসন্ধানী মিশনের সভাপতি কর্তৃক রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ২৩ সংগঠনের বিবৃতিতে। পাশাপাশি অক্টোবর জাতিসংঘের সত্য অনুসন্ধান মিশনের সভাপতি মারজুকি দারুসমানের বক্তব্য ও এ মাসে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম ও পাবলিক ইন্টারন্যাশনাল ল’ অ্যান্ড পলিসি গ্রুপ (পিআইএলপিজি) এর প্রতিবেদনে রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ আখ্যা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত
জেনোসাইড কনভেনশন অনুযায়ী কোনও জাতি, সম্প্রদায় বা ধর্মীয় জনগোষ্ঠীর সম্পূর্ণ বা আংশিক ক্ষতিসাধনের জন্য পরিকল্পিতভাবে ওই গ্রুপের সদস্যদের টার্গেট বানিয়ে মেরে ফেলা, অথবা তাদের শারীরিক-মানসিক ক্ষতিসাধন, সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের পরিস্থিতি সৃষ্টি করা, জোরপূর্বক বাচ্চাদের স্থানান্তর গণহত্যা বিবেচিত হয়।’ সেপ্টেম্বরের মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ওই প্রতিবেদনে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মধ্য দিয়েই রোহিঙ্গা বিরোধী প্রচারণা শুরুর বিষয়টি উঠে এসেছিল। তা সত্ত্বেও একে গণহত্যা অথবা মানবতাবিরোধী অপরাধ সাব্যস্ত না করে এড়িয়ে যাওয়া হয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো দাবি করেছে, তাদের একাংশের অনুসন্ধানেও রোহিঙ্গা নিপীড়নে ‘গণহত্যা’র পরিষ্কার আলামত মিলেছে। বিবৃতির শেষ অনুচ্ছদে রোহিঙ্গা সংগঠনগুলোর পক্ষ থেকে মিয়ানমারের ওপর নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র সরকার আর সে দেশের বিবেকবান জনগণের পদক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি রোহিঙ্গা নিপীড়নের ঘটনাকে আন্তর্জাতিক আদালতে উত্থাপনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!