X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভুল করে ইরাকে থাকা মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ করলেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৪
image

ইরাকে অঘোষিতভাবে মার্কিন ঘাঁটি পরিদর্শনের পর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ভিডিওতে মার্কিন নৌ সেনাদের সঙ্গে তাকে দেখা গেছে। এর মধ্য দিয়ে ইরাকের মার্কিন ঘাঁটিতে মোতায়েন থাকা নৌ সেনাদের পরিচয় ও অবস্থান প্রকাশ হয়ে পড়েছে, যা সাধারণত গোপন রাখা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে প্রটোকল ভঙ্গ করা হয়েছে। ট্রাম্প ভুল করে এ কাজ করেছেন বলেও মনে করছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে ট্রাম্প
বুধবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মিলিত হতে অনির্ধারিত এক সফরে ইরাকে যান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। মোতায়েনরত মার্কিন সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প। পরে সেনাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি ও মেলানিয়া। তা ভিডিও-ও করা হয়। এয়ারফোর্স বিমানে করে ফেরার পথে টুইটারে একটি ভিডিও ছাড়েন ট্রাম্প। ওই ভিডিওতে ট্রাম্পের সঙ্গে সিল টিম ফাইভের সদস্যদেরকে দেখা যায়। মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, ওই ভিডিওতে মার্কিন সেনাদের মুখগুলো ঢেকে দেওয়া হয়নি কিংবা অস্পষ্ট করা হয়নি। ট্রাম্প তার টুইটার পোস্টে ওই মার্কিন সেনাদের অবস্থানও প্রকাশ করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে আমাদের দুর্দান্ত সেনাদের সঙ্গে দেখা করে মেলানিয়া ও আমি সম্মানিত বোধ করছি।’

সাবেক মার্কিন নৌ গোয়েন্দা বিশেষজ্ঞ ম্যালকম ন্যান্স নিউজডে-কে বলেন, যুক্তরাষ্ট্রের প্রটোকল অনুযায়ী যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা বিশেষ বাহিনীর সদস্যদের পরিচয় সাধারণত গোপন রাখা হয়।

মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউজ উইক জানায়, মোতায়েন থাকা মার্কিন নৌ সেনাদের তথ্য প্রায় সবসময়ই গোপন রাখা হয়। কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্প সে তথ্য প্রকাশ করার এখতিয়ার রাখেন, তবে সেক্ষেত্রে ছবি বা ভিডিওতে বিশেষ বাহিনীর সে সদস্যদের চেহারা অস্পষ্ট করে দিতে হয়, যেন তাদের পরিচয় না জানা যায়।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী