X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিয়ায় ফের দূতাবাস খোলার ঘোষণা কুয়েতের

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৯

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা দিল কুয়েত। সিরিয়ায় প্রায় আট বছর আগে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর অন্য অনেক দেশের মতো কুয়েতও তাদের দামেস্ক দূতাবাস বন্ধ করে দিয়েছিল। সিরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র শুক্রবার জানিয়েছে, আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে দামেস্কে কুয়েতের কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু হবে।

সিরিয়ায় ফের দূতাবাস খোলার ঘোষণা কুয়েতের উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-র অন্য সদস্য দেশগুলোর ধারাবাহিকতায় ২০১২ সালের ফেব্রুয়ারিতে দামেস্কের দূতাবাস বন্ধ করে দেয় কুয়েত। পরের মাসে সিরিয়াও কুয়েতে তার কূটনৈতিক মিশন বন্ধ করে দেয়। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় সহিংসতা শুরু হয়েছিল।

বাহরাইন সরকার সিরিয়ায় নিজের দূতাবাস আবার চালু করার ঘোষণা দেয়ার একই দিন কয়েক ঘণ্টা পর কুয়েতের পক্ষ থেকে দূতাবাস চালু করার ঘোষণা দেয়া হলো। এর একদিন আগে সংযুক্ত আরব আমিরাত দামেস্কে আনুষ্ঠানিকভাবে তার দূতাবাসের কার্যক্রম শুরু করে।

গত ১৬ ডিসেম্বর গত কয়েক বছরের মধ্যে আরব লীগের কোনও সদস্য দেশের নেতা হিসেবে প্রথমবারের সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দামেস্ক সফর করেন। সফরে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে সুদানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, সিরিয়া খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে নিজের ভূমিকা পালন শুরু করতে পারবে। তিনি এক্ষেত্রে খার্তুমের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সুদানের প্রেসিডেন্টের ওই সফরের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত সিরিয়ায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব বিশ্বের মূলধারায় ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার অংশ হিসেবেই আরব দেশগুলো ফের দামেস্কে দূতাবাস চালু করছে। সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফর্ড বলেন, সিরিয়ায় আমিরাতের দূতাবাস পুনরায় চালুর অর্থ হচ্ছে দেশটি আবারও দামেস্কে তাদের প্রভাব বিস্তার করতে চায়।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের পাঠদান করা এই বিশেষজ্ঞ বলেন, আমার মনে হয়, খুব শিগগিরই তারা দামেস্কের সঙ্গে বাণিজ্যিক ও ‍কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে। মূল উদ্দেশ্য, ইরানের প্রভাব কমানো।  ফর্ড বলেন, ইরানের চেয়ে অনেক বড় বেসরকারি খাত রয়েছে আরব আমিরাতের। সিরিয়ার পুনর্গঠনে সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন।

নাম প্রকাশ না করার শর্তে আরবের এক কূটনীতিক রয়টার্সকে বলেন, আরব লীগের বেশিরভাগ সদস্য রাষ্ট্রই সিরিয়াকে সদস্যপদ দিতে আগ্রহী।

সাত বছরের গৃহযুদ্ধ শেষে এখন সিরিয়ার বেশ কয়েকটি বড় শহরের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার। ২০১১ সালে যেসব এলাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল সেসব এলাকা তিনি এখন কিভাবে নিয়ন্ত্রণ করেন তার ওপর মনোযোগ বেড়েছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিরোধীদের শক্ত ঘাঁটিগুলোতে থাকা বিরোধীদের দমনে আসাদ মনোযোগী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সূত্র: পার্স টুডে, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
দৃঢ় প্রতিরোধ হামাসেরজাবালিয়ায় ট্যাংক-বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
সর্বশেষ খবর
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক