X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাইবার হামলার কবলে বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্র

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:০২
image

সাইবার হামলাকে কেন্দ্র করে বড় ধরনের মুদ্রণ ও সরবরাহজনিত দুর্ভোগে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদপত্র। সাইবার হামলার পর লস অ্যাঞ্জেলেস টাইমস, শিকাগো ট্রিবিউন, বাল্টিমোর সানসহ ট্রিবিউন পাবলিশিং-এর মালিকানাধীন কয়েকটি সংবাদপত্র বিতরণের কাজ বিলম্বিত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

প্রতীকী ছবি
শুক্রবার (২৮ ডিসেম্বর) সর্বপ্রথম ম্যালওয়্যার শনাক্ত করে ট্রিবিউন পাবলিশিং। পরে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত বেশ কয়েকটি সংবাদপত্র ওই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইবার হামলাটি চালানো হয়েছে।

ট্রিবিউন পাবলিশিং এর লস অ্যাঞ্জেলেস শাখা থেকে ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের ওয়েস্ট কোস্ট সংস্করণ মুদ্রিত হয়। এ দুইটি সংস্করণও এ সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রিবিউন পাবলিশিং অধীনে মুদ্রিত সংবাদপত্রগুলোর মধ্যে নিউ ইয়র্ক ডেইলি নিউজ, অরল্যান্ডো সেন্টিনল, শিকাগো ট্রিবিউন ও বাল্টিমোর সানও আছে। ট্রিবিউন পাবলিশিংয়ের মুখপাত্র মারিসা কোলিয়াস সাইবার হামলার কথা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ভাইরাসটি তাদের অধীনস্থ সব সংবাদপত্রের মুদ্রণ ও উৎপাদন কাজে ব্যবহৃত ব্যাক-অফিস সিস্টেমে আঘাত হেনেছে।

ভাইরাসটি কোম্পানির বিজনেস সিস্টেম আক্রান্ত করে এর প্রকাশ করার ক্ষমতা থামিয়ে দেওয়ায় সান ডিয়াগো ইউনিয়ন-ট্রিবিউনের সাবস্ক্রাইবাররা শনিবার সংবাদপত্র ছাড়াই দিন কাটিয়েছেন বলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জেফ লাইট তাদের ওয়েবসাইটে লিখেছেন। 

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস। 

পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়, ‘বেশ কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানে সাইবার হামলা হওয়ার খবর আমরা পেয়েছি। পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে সরকার ও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি আমরা।’

বিবিসি জানিয়েছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এর প্রতিক্রিয়া জানা যায়নি।

/এফইউ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে