X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে বিকল্প ব্যবস্থার হুমকি দিয়ে চীন সফরে কিম

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৯, ১০:০১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১০:১২

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে ‘বিকল্প ব্যবস্থা’র হুমকি দিয়ে চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চারদিনের সফরে সোমবার বিকালে চীনের উদ্দেশে যাত্রা করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে তার এ সফর। উভয় দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কিম জং উন মঙ্গলবার কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার বিকালে সস্ত্রীক চীনের উদ্দেশে যাত্রা করেন কিম জং উন। এ সময় তাদের সঙ্গে উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

এবারের সফরে চতুর্থবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন উত্তর কোরিয়ার নেতা।

এর আগে ইংরেজি নতুন বছরের বার্তায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কিম জং উন। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তার দেশ অঙ্গীকারাবদ্ধ। তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তার হাতে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের এ বক্তব্য সম্প্রচার করা হয়। বক্তব্যে কিম বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ এলে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। গত জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়। তবে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অস্বস্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, উত্তর কোরিয়া ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। তার ভাষায়, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে চীন হয়তো উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে দেশটি প্রতিবন্ধকতা তৈরি করছে। তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা