X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-কিম বৈঠকে সমর্থন চীনের

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১১:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১২:১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় দফায় বৈঠকে সমর্থন দিয়েছে চীন। সম্প্রতি কিমের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ইস্যুতে নিজ দেশের এমন অবস্থানের কথা পরিষ্কার করেন। চীনা সংবাদমাধ্যম সিনহুয়া’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প-কিম বৈঠকে সমর্থন চীনের ট্রাম্প-কিম বৈঠক নিয়ে শি জিনপিং বলেন, কোরীয় উপদ্বীপের রাজনৈতিক সমাধানে একটি বিরল ও ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে।

কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী শীর্ষ সম্মেলনে পিয়ংইয়ং এমন ফল অর্জনের প্রচেষ্টা চালাবে যা আন্তর্জাতিক সম্প্রদায় সাদরে গ্রহণ করবে।

শি জিনপিং এবং কিম জং উনের মধ্যে আন্তরিক পরিবেশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই নেতা গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। তারা চীন-উত্তর কোরিয়া সম্পর্কের নতুন যুগে নতুন অগ্রগতি অর্জন করতে, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার রাজনৈতিক সমাধান এগিয়ে নেওয়া, দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনা এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা পালনে একমত হন।

বৈঠকে শি জিনপিং বলেন, কিম জং-উন ২০১৯ সালের শুরুতে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে চীন সফর করছেন। এতে দুই দেশের ঐতিহ্যবাহী মৈত্রীর ওপর কিম জং-উন যে ব্যাপক গুরুত্ব দেন তা প্রতিফলিত হয়েছে।

কিম জং উন বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় চীন-উত্তর কোরিয়া সম্পর্ক ২০১৮ সালে ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে। এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এ সুযোগ কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে।

দুই দেশের উচ্চ পর্যায়ের আদান-প্রদান, কৌশলগত যোগাযোগ বাড়ানোর ব্যাপারে চীনের আগ্রহের কথাও জানান শি জিনপিং। জবাবে কিম জং উন বলেন, চীনা প্রেসিডেন্ট নতুন বছরের শুরুতেই ব্যস্ততার মধ্যে তাকে ব্যাপক আপ্যায়ন করেছেন। এজন্য তিনি কৃতজ্ঞ।

কিম জং উন বলেন, গত বছর শি জিনপিং-এর নেতৃত্বে উত্তর কোরিয়া-চীন সম্পর্ক নতুন ধাপে উন্নত হয়েছে। তার এবারের সফরের মূল লক্ষ্য হচ্ছে, এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সংহত করা। সূত্র: আল জাজিরা, চায়না ডটকম।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
যে কারণে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহী হবে
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট