X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১২:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৩:২০

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অর্থ পাচারের আট দফা অভিযোগে বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেওয়া হয়। রায়ে প্রতিটি অভিযোগের জন্য তাকে চার থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে তাকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সাজাপ্রাপ্ত প্রথম ব্যক্তি মায়া সান্তোস দেগুইতো। কারাদণ্ড ছাড়াও তাকে ১০৩ মিলিয়ন ডলারের জরিমানা করেছেন আদালত। তবে রায়ে হতাশার কথা জানিয়ে মায়ার আইনজীবী ডেমি কাস্টোডিয়ো জানিয়েছেন, তিনি এ বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তার মক্কেলকে কারাগারে পাঠানোর সুযোগ নেই।

আদালতের রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে তহবিল হাতিয়ে নেওয়া এবং অজ্ঞাত ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ জমা করার বিষয়টি মায়া সন্তোস দেগুইতো নিজেই তত্ত্বাবধান করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মায়া সান্তোস দেগুইতো। তার দাবি, তিনি যা কিছু করেছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করতে হয়েছে।

আইনজীবী ডেমি কাস্টোডিয়ো বলেন, তার মক্কেল যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেখানকার দায়িত্ব পালনের জন্য তাকে দায়ী করার সুযোগ নেই। এমনকি ব্যক্তির অপারেশনাল কাজের সঙ্গেও তার কোনও সম্পর্ক নেই। কেননা তার দায়িত্ব ছিল কাস্টমার কেয়ার বিষয়ক। এ বিষয়টি তিনি আদালতের নজরে এনেছেন। ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

মায়া সান্তোস দেগুইতো’র দাবি অবশ্য নাকচ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতের ২৬ পৃষ্ঠার রায়ে মায়ার এমন দাবিকে বড় ধরনের মিথ্যাচার হিসেবে উল্লেখ করা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখার চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সেখান থেকে তা দেশটির ক্যাসিনোগুলোতে চলে যায়।

এ ঘটনায় ব্যাংকের সিইও লরেঞ্জ তান জুপিটার শাখার ব্যবস্থাপক সান্তোস দিগুইতোকে দায়ী করে আসছেন শুরু থেকেই। তবে দিগুইতো বলেছেন, আর্থ কেলেঙ্কারির হোতারা তাকে দাবার ঘুঁটি বানিয়েছে। ব্যাংকের সিইও সবই জানতেন।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!