X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিআর কঙ্গোয় চিসেকেডিকে প্রেসিডেন্ট ঘোষণা, ফল প্রত্যাখান বিরোধীদের

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ২৩:০২আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬

ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বিরোধী প্রার্থী ফেলিক্স চিসেকেডি। নির্বাচনি কর্মকর্তাদের ঘোষিত এই ফলকে ‘নির্বাচনি ক্যু’ হিসেবে আখ্যা দিয়েছে প্রতিদ্বন্দ্বী  প্রার্থী মার্টিন ফেলিয়ুর সমর্থকরা। দেশটির প্রভাবশালী ক্যাথলিক চার্চের পক্ষ থেকেও বলা হয়েছে, তাদের নির্বাচন পর্যবেক্ষকদের সংগ্রহ করা ফলাফলের সঙ্গে মিলছে না নির্বাচন অফিসের ঘোষিত পরিসংখ্যান। নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া ক্ষমতাসীন দলের প্রার্থী এমানুয়েল শাদারি ঘোষিত ফলাফলকে এখনও চ্যালেঞ্জ করেননি। বিরোধীরা বলছেন চিসেকেডির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তির কারণেই চুপ রয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী। তবে সব অভিযোগই অস্বীকার করেছে চিসেকেডির দল। নির্বাচনে জয় পেয়েছেন কঙ্গোর বিরোধী প্রার্থী ফেলিক্স সিকেডি

উপনিবেশিক শক্তি বেলজিয়ামের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে ডিআর কঙ্গো। দেশটিতে গত ১৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। তিনি এবারের নির্বাচনে অংশ নেননি। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে  চিসেকেডির জয় নিশ্চিত হলে তিনিই হবেন স্বাধীনতা পরবর্তী সময়ে বিজয়ী হওয়া প্রথম কোনও বিরোধী দলীয় প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার ভোরে ডিআর কঙ্গোর জাতীয় নির্বাচন কমিশনের (সেনি) প্রধান কর্নেলি নানগা জানান ৩০ ডিসেম্বরের নির্বাচনে ৪৮ শতাংশ ভোট পড়েছে। তিনি  বলেন, এই নির্বাচনে চিসেকেডি ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। আপাতভাবে তাকেই নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি।

পূর্ণাঙ্গ ফলাফল অনুযায়ী ফেলিক্স চিসেকেডি পেয়েছেন ৭০ লাখ ভোট, মার্টিন ফেলিয়ু পেয়েছেন ৬৪ লাখ ভোট, আর এমানুয়েল শাদারি পেয়েছেন ৪৪ লাখ ভোট। তবে এই ফলাফল এখনও চ্যালেঞ্জ করার সুযোগ আছে।

নির্বাচনের ফল ঘোষণার পর কঙ্গোর সব বাসিন্দার প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিসেকেডি। রাজধানী কিনসাসায় তার দল ইউনিয়ন ফর ডেমোক্র্যাসি অ্যান্ড সোস্যাল প্রগ্রেস পার্টির সদর দফতরে ভাষণ দেওয়ার সময়ে প্রেসিডেন্ট কাবিলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট কাবিলাকে ধন্যবাদ জানাই আর আজ থেকে তাকে আমরা একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখবো না বরং তাকে আমাদের দেশের গণতান্ত্রিক পরিবর্তনের একজন সহযোগি হিসেবেই দেখা হবে’।

এই নির্বাচনে কাবিলার মনোনীত প্রার্থী শাহাদারি জয়ী হবেন বলে অনেকেই আশা করছিলেন। তার এক মুখপাত্র পরাজয় স্বীকার করে নিয়ে বলেছেন, ‘কঙ্গোর জনগণ প্রার্থী বেছে নিয়েছে আর গণতন্ত্র জয়লাভ করেছে’।

তবে ফালিয়ুর সমর্থকরা বলছেন, এসব বক্তব্যের কারণেই তাদের সন্দেহ চিসেকেডি জোসেফ কাবিলার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেছেন। চিসেকেডির মুখপাত্র লুইস ডি’অর নাগালমুলুমে জোর দিয়ে বলেছেন, ‘আসলেই কোনও চুক্তি হয়নি’।

বিবিসির আফ্রিকা বিষয়ক সম্পাদক ফার্গেল কিয়ান বলেছেন, বিরোধী প্রার্থীদের মধ্যে চিসেকেডিই প্রেসিডেন্ট কাবিলার বিরুদ্ধে কম আপত্তি জানিয়েছেন। আর এটাও গুরুত্বপূর্ণ যে কাবিলা বা তার দলও এখন পর্যন্ত নির্বাচনের ফল নিয়ে কোনও আপত্তি তোলেনি।

সাবেক তেল ব্যবসায়ী ফালিয়ু বলেছেন, এই ফলাফলের সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই। বিবিসিকে তিনি বলেন, কঙ্গোর জনগন কখনওই এই প্রতারণা মেনে নেবে না। ফেলিক্স চিসেকেডি কখনোই ৭০ লাখ ভোট পাননি। এত ভোট তিনি কোথা থেকে পাবেন? তিনি বলেন, নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন দল চিসেকেডিকে বিজয়ী করতে এই ফলাফল তৈরি করেছে।

নির্বাচন পর্যবেক্ষণ করতে ৪০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করে দেশটির প্রভাবশালী ক্যাথোলিক চার্চ। বৃহস্পতিবার চার্চের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের অনুসন্ধানে পাওয়া ফলের সঙ্গে মিলছে না নির্বাচন কমিশনের ঘোষিত ফল।

বিবৃতিতে কারো নাম উল্লেখ না করে সব দলকেই নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সহিংসতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানী কিনসাসা ও অন্য গুরুত্বপূর্ণ শহরগুলো তুলনামূলক শান্ত ছিল। তবে নির্বাচনের ফল ঘোষণার পর বিক্ষোভ শুরু হতে পারে আশঙ্কা করা হচ্ছে।  সহিংসতা এড়াতে সব দলকে আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

/জেজে/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের