X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গুলেন সংশ্লিষ্টতা: শতাধিক সেনা ও ক্যাডেটকে গ্রেফতারের নির্দেশ তুরস্কের

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫
image

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত ইসলামি চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে শতাধিক সেনা ও সাবেক ক্যাডেটকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তুরস্ক। শুক্রবার (১১ জানুয়ারি) তুরস্কের প্রসিকিউটর ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

ফেতুল্লাহ গুলেন (ফাইল ফটো)
২০১৬ সালে প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ানের বিরুদ্ধে ‘ব্যর্থ অভ্যুত্থান’ প্রচেষ্টার জন্য ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে থাকে তুরস্ক। ওই বছরের ১৫ জুলাই সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করেছিল। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করেছিল তারা। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়। ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর আরও সর্বাত্মক হয়ে ওঠেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। শুরু হয় ব্যাপক ধরপাকড়। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, এ পর্যন্ত ৭৭ হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে জেলে রাখা হয়েছে। সেনা সদস্যসহ দেড় লাখেরও বেশি মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রদেশের প্রসিকিউটর সূত্রে রয়টার্স জানিয়েছে নতুন করে শতাধিক মানুষকে গ্রেফতারের নির্দেশ এসেছে। এর জন্য জোরেশোরে অভিযানও চলছে।

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সেখানে ৫০ জন সন্দেহভাজনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে ছয়জন সামরিক কর্মকর্তা আর বাকিরা সামরিক একাডেমির শিক্ষার্থী, যাদের অভ্যুত্থান প্রচেষ্টার পর বহিষ্কার করা হয়েছিল।

দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে আরও ৫২ সেনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটররা। এরমধ্যে ৪২ জন এখন সেনাবাহিনীতে কর্মরত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ২০টি প্রদেশে অভিযান চালানো হচ্ছে। কর্নেল, মেজর, লেফটেন্যান্টসহ অন্য কর্মকর্তাদেরও গ্রেফতার করা হচ্ছে। গুলেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কারা ফোনে কথা বলেছেন তার ওপর ভিত্তি করে এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য শুরু থেকেই গুলেনকে দায়ী করে আসা হচ্ছে। ১৯৯৯ সাল থেকে গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নির্বাসনে থেকেই তিনি ‘হিজমেত’ নামক একটি আন্দোলন পরিচালনা করেন। ২০১৩ সালে দুর্নীতিবিরোধী আন্দোলন চলাকালে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন গুলেনপন্থীরা।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া