X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাখাইনের বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতের আহ্বান ইইউ-এর

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ০৭:১১আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৭:১৮
image

মিয়ানমারের রাখাইন প্রদেশে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। নিরাপত্তা চৌকিতে আরাকান আর্মির হামলার প্রেক্ষাপটে নতুন করে উত্তপ্ত হয়েছে রাখাইনের পরিস্থিতি।মিয়ানমার টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, সংঘাতে লিপ্ত সব পক্ষকে মানবাধিকার রক্ষার তাগিদ দিয়েছে ওই সংস্থা।
রাখাইনের বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতের আহ্বান ইইউ-এর

শুক্রবার (০৪ জানুয়ারি) মিয়ানমারের ৭১তম স্বাধীনতা দিবসে বুথিয়াডং এলাকার চারটি সীমান্ত চৌকিতে হামলা চালায় আরাকান আর্মি। হামলার পর সে দেশের সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ কর্মকর্তা নিহত হয়েছে। এক দিনের মাথায় ১৪ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে দাবি করে বিবৃতি দেয় মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। একই দিনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে ৭ জনকে হত্যার স্বীকারোক্তি দেন আরাকান আর্মির এক মুখপাত্র। তিনি জিম্মিদশায় থাকা 'অন্তত ১২ পুলিশ সদস্য'কে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন। শনিবার নিজদের ওয়েবসাইটে ১৪ পুলিশ সদস্যকে মুক্তি দেওয়ার কথা জানায় ওই বিদ্রোহী সংগঠন।এতে আবারও রাখাইন আবার উত্তপ্ত হয়ে ওঠে।

হামলার পর মিয়ানমারের সরকার সেনাবাহিনীকে সব ক্ষমতা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়ন এক বিবৃতিতে যুদ্ধরত সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়। ইই'র বিবৃতিতে বলা হয় 'রাখাইন রাজ্যের গভীর ঐতিহাসিক সংকটগুলো কেবল সংলাপের মাধ্যমেই সমাধান করা যেতে পারে। একইসঙ্গে সেখানে সব পক্ষের অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োজন।’
আরাকান আর্মির দাবি, যুদ্ধক্ষেত্রে মিয়ানমার সেনাবাহিনীর ‘ফোর কাটস’ কৌশল ব্যবহার ও অতিরিক্ত বাহিনী মোতায়েনের কারণে শুক্রবার (৪ জানুয়ারি) তারা চারটি সীমান্ত চৌকিতে হামলা চালাতে বাধ্য হয়েছে। ১৯৭০ এর দশকে বার্মিজ সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টির শাসন চলার সময় ‘ফোর কাটস’ নীতির প্রয়োগ শুরু হয়। জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের খাদ্য, তহবিল, তথ্য ও নিয়োগ প্রক্রিয়া ব্যাহত করাই ছিল এর উদ্দেশ্য।

/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি