X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
জেমি ক্লসের অপহরণকারী

প্যাটার্সনের বিরুদ্ধে অপহরণের পাশাপাশি হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:২৭

যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সী কিশোরীকে অপহরণের দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগেও এনেছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তি কিশোরীর বাবা-মাকে গুলি করে হত্যা করেছে। ২১ বছর বয়সী অভিযুক্ত জেক থমাস প্যাটার্সনকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উইসকনসিন পুলিশের কর্মকর্তারা স্বীকার করে নিয়েছেন, প্রায় তিন মাস আগে ঘটা এই অপহরণ ও হত্যার ঘটনার বিষয়ে তারা এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাননি। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অপহরণের শিকার জেমি ক্লসকে তার এক আত্মীয়ার জিম্মায় দেওয়া হয়েছে। অবস্থা স্থিতিশীল হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। জেমি ক্লস

জেমি ক্লসকে ২০১৮ সালের ১৫ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জরুরি সেবাকেন্দ্র ক্লসের বাড়ি থেকে একটা ফোনকল পেয়েছিল। কিন্তু কেউ কথা বলেনি। সেই সূত্রে ব্যারন শহরের পুলিশ যায় ঘটনাস্থলে। সেখানে তারা ক্লসেরজেমির বাবা জেমস ক্লস ও মা ডেনিশ ক্লসকে মৃত অবস্থায় পায়। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। জেমি ক্লসকে খুঁজে পাওয়া বাড়িতে খুঁজে পাওয়া যায়নি।

অপহরণকারী প্যাটার্সন ১৩ বছর বয়সী কিশোরী ক্লসকে অপহরণের পর আটকে রেখেছিল দূরবর্তী এক শহরে। ক্লসের বাড়ি থেকে সেই স্থানটির দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। শহরটির নাম গর্ডন। সেখানে মাত্র ত্রিশটি পরিবারের বাস। গত বৃহস্পতিবার ক্লস আটকে আটকে রাখার স্থানটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পথে স্থানীয় একজন শিক্ষিকা তাকে দেখতে পান। ক্লস তার কাছে সহায়তা চাইলে তিনি তাকে তার এক পূর্বপরিচিত ব্যক্তির বাড়িতে নিয়ে যান।

ইতোমধ্যে পুলিশ ক্লসের কাছ থেকে অপহরণকারীর গাড়ির বর্ণনা পেয়ে যায়। মাত্র ১১ মিনিটের মাথায় গ্রেফতার করা সম্ভব হয় প্যাটার্সনকে। পুলিশের অনুমান, সে ক্লসকে খুঁজতে বের হয়েছিল। ক্লসকে কেন প্যাটার্সন অপহরণ করেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। অপহরণের শিকার ক্লসের সঙ্গে অপহরণকারী প্যাটার্সনের সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকে কোনও সম্পর্ক ছিল না। প্যাটার্সন ক্লসের পরিবারের কোনও সদস্যকেও আগে থেকে চিনত না।

পুলিশ কর্মকর্তা ফিটজেরাল্ড জানিয়েছেন, প্যাটার্সন কর্মহীন। আগে কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকার তথ্য পুলিশের কাছে নেই। ব্যারন শহরে সে হয়তো আগে ছিল, কোনও কাজের সূত্রে। পুলিশকে ধোঁকা দিতে সে তার মাথার চুল পুরো কামিয়ে ফেলেছে। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে। জেক প্যাটার্সন

/এএমএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা