X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় উল্টে পড়া ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

নাইজেরিয়ায় উল্টে পড়া একটি ট্যাংকার থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহের সময় তা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে তেল সংগ্রহ করতে ব্যস্ত থাকা মানুষের মধ্যে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।শনিবার নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র ইরেনে উগবো মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, আমরা ১২টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছি। আর ২২ জন মারাত্মক দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছি। তবে স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা ৬০ জন হতে পারে। নাইজেরিয়ায় উল্টে পড়া ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

বিগত কয়েক বছরে একই ধরণের ঘটনায় নাইজেরিয়ায় কয়েক শ মানুষ নিহত হয়েছে। আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। তবুও এর নাগরিকেরা পাইপ লাইনের ছিদ্র বা তেলবাহী ট্রাক থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহ করতে গিয়ে জীবন বিপন্ন করতে দ্বিধা করে না। প্রায় এক বছর আগে একই এলাকায় দুর্ঘটনা কবলিত আরেকটি ট্যাংকার থেকে তেল সংগ্রহের সময় ৩০ জনেরও বেশি দগ্ধ হয়ে মারা যায়। ১৯৯৮ সালে দেশটির এই ধরণের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। জেসে শহরের একটি পাইপলাইন থেকে তেল সংগ্রহ করতে গিয়ে ওই সময় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র ইরেনে উগবো বলেন, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ওদুকপানি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রিচার্ড জনসন নামের এক প্রত্যক্ষদর্শী এপিকে বলেন, ‘পুলিশ শুধু কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। আর অনেকেই পুড়ে ছাই হয়ে গেছে’। তিনি জানান, বিস্ফোরণের সময়ে ঘটনাস্থল থেকে প্রায় ৬০ জন তেল সংগ্রহ করছিলেন।

জনসন আরও বলেন, ‘মনে হয় না সেখানে থাকা কেউ বেঁচে আছে। কারণ সেখানে প্রচুর তেল ছিল।’ তিনি জানান, মানুষের সংগ্রহ করা পাত্র থেকে তেল টেনে নেওয়ার জন্য ঘটনাস্থলে একটি ইলেকট্রিক জেনারেটর আনা হলে তা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি।

/জেজে/
সম্পর্কিত
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
সর্বশেষ খবর
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০