X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইরানের কারাগারে ব্রিটিশ নারী নাজানিনের অনশন ধর্মঘট

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৫
image

গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানে কারাদণ্ড পাওয়া ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী নাজানিন জাগহারি তিনদিনের অনশন ধর্মঘট শুরু করেছেন। কারাগারে বিশেষায়িত স্বাস্থ্য সুরক্ষা না পাওয়ার অভিযোগ তুলে এভাবে প্রতিবাদ জানাচ্ছেন তিনি। নাজানিনের স্বামী রিচার্ড র‍্যাটক্লিফকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কথা জানিয়েছে।

মেয়েকে কোলে নিয়ে নাজানিন (ফাইল ফটো)
নাজানিন জাগহারি র‌্যাটক্লিফকে ২০১৬ সালের এপ্রিলে তেহরান বিমানবন্দরে আটক করা হয়। সে সময় নিজের মেয়ের সঙ্গে তেহরান ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি। পরিবারের দাবি, সঠিক উপায় অবলম্বন করে এবং শুধু ছুটি কাটানোর জন্যই ইরান গিয়েছিলেন নাজানিন। তার মেয়েকে ইরানিয়ান নানা-নানির পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়াটাই মূল্য উদ্দেশ্য ছিল। তবে তাকে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য, সে অভিযোগ অস্বীকার করে আসছেন জাগহারি।  

লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজানিনের স্বামী র‍্যাটক্লিফ রিচার্ড অভিযোগ করেন, তার স্ত্রীকে ইরানের কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছে না। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও নাগরিক সমাজের সংগঠনগুলোর ওপর গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ইরানের রিভোল্যুশনারি গার্ডের সদস্যরা নাজানিনকে চাপ দিচ্ছে। গুপ্তচরবৃত্তি করলে তিনি নিরাপদ থাকবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে নাজানিন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন র‍্যাটক্লিফ। তিনি জানান, কারাগারে চিকিৎসাসেবার নিশ্চয়তা চেয়ে নাজানিন তিনদিনের অনশন কর্মসূচি শুরু করেছেন।

র‍্যাটক্লিফ জানান, চিকিৎসা সংক্রান্ত দাবি-দাওয়া পূরণ না হলে অনশনের মেয়াদ বাড়ানোর কথা ভাববেন তার স্ত্রী। তিনি আরও জানান, ঘাড়ের ব্যথার জন্য নাজানিনের নিউরোলজিক্যাল সেবা প্রয়োজন। নাজানিনকে বাইরের কোনও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি বলে দাবি করেছেন র‍্যাটক্লিফ। 

/এফইউ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া