X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আপত্তির মুখে ৯/১১ হামলাস্থল থেকে সরানো হচ্ছে সৌদি নিশানা

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ২১:০১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:১৪
image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নাইন ইলেভেনের হামলাস্থল (গ্রাউন্ড জিরো) থেকে একটি সিরিজ ভাস্কর্য সরিয়ে নেওয়া হচ্ছে। জি টুয়েন্টিভুক্ত দেশগুলোর পতাকায় মোড়ানো ২০টি ক্যান্ডি আকৃতির ভাস্কর্যের সেই সিরিজের নাম ক্যান্ডি নেশন্স। জি-টোয়েন্টিভুক্ত দেশ হওয়ায় সিরিজের একটি ভাস্কর্যে সৌদি আরবের পতাকার উপস্থিতি রয়েছে। ওবামা প্রশাসন ক্ষমতায় থাকাকালে নাইন ইলেভেনের হামলায় সৌদি সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। সেই হামলাস্থল ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে সৌদি পতাকার উপস্থিতি নিয়ে আপত্তির মুখে ভাস্কর্যের সিরিজটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সৌদি আরবের পতাকা মোড়ানো ক্যান্ডি ভাস্কর্য
২০১১ সালে ক্যান্ডি নেশন্স ভাস্কর্যটি তৈরি করেন ফরাসি ভাস্কর লরাঁ জেনকেল। তিনি জানান, এ ভাস্কর্য তৈরির মধ্য দিয়ে ‘মানবাত্মার উদ্বোধন’ করতে চেয়েছিলেন তিনি। জেনকেলের তৈরি ভাস্কর্যটি ২৫টিরও বেশি দেশে প্রদর্শিত হয়েছে। গত মাসে প্রদর্শনের জন্য তা ডাউনটাউন ম্যানহাটনে স্থাপন করা হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভাস্কর্যটি সেখানে থাকার কথা। তবে ওই ভাস্কর্যে সৌদি পতাকাযুক্ত একটি ক্যান্ডির উপস্থিতি থাকায় জোরালো আপত্তি উঠেছে। মূলত ভাস্কর্যটি নাইন ইলেভেনের হামলাস্থলে রাখাটাই আপত্তির কারণ।

২০০১ সালের ১‌১ সেপ্টেম্বর ঐতিহাসিক হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। হামলার কবলে পড়ে বাণিজ্য ও প্রতিরক্ষার দুই মার্কিন ক্ষমতাকেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন। এ নিয়ে ২০০২ সালে সম্পন্ন হওয়া ৮৩৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের ২৮ পৃষ্ঠা গোপন রাখা হয় ২০১৫ সাল পর্যন্ত। সৌদি আরবকে বাঁচানোর প্রাণান্ত প্রচেষ্টার অংশ হিসেবে বুশ ও ওবামা প্রশাসন তা গোপন রাখে। প্রবল জনচাপের মুখে ২০১৬ সালের মাঝামাঝি প্রতিবেদনের অবশিষ্ট ২৮ পৃষ্ঠা প্রকাশিত হয়। ‘নুন্যতম পরিবর্তন’সহ ওই প্রতিবেদন প্রকাশ করা হলেও এতে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবের সংশ্লিষ্টতার আলামত মেলে।  এদিকে  হামলাকারীদের ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক। অবশ্য, সৌদি কর্তৃপক্ষ বরাবরই হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংস্থলে (গ্রাউন্ড জিরো) ক্যান্ডি নেশন্স স্থাপন নিয়ে আপত্তির মুখে এটি জন এফ কেনেডি বিমানবন্দনে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ এ কথা নিশ্চিত করেছে। এ সপ্তাহের শেষের দিকে ২০টি ভাস্কর্যই ম্যানহাটন থেকে সরিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম অবজারভারকে দেওয়া সাক্ষাৎকারে ভাস্কর জেনকেল জানান, জি টুয়েন্টির ভাস্কর্য হওয়ায় আলাদা করে শুধু সৌদি আরবের পতাকাযুক্ত ক্যান্ডিটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ঘিরে অনন্য ও ন্যায়সঙ্গত স্পর্শকাতরতার কথা বিবেচনা করে সৌদি পতাকাযুক্ত ভাস্কর্যটি সরিয়ে ফেলার কিংবা তা কম স্পর্শকাতর জায়গায় নেওয়ার প্রস্তাব দিতে চেয়েছিলাম। তবে তা করার মতো কোনও উপায় আমার হাতে নেই। কারণ সৌদি আরবের ওই পতাকা জি টুয়েন্টিরই অংশ। ক্যান্ডি নেশন্সের অন্য যেকোনও ক্যান্ডির মতোই এটি।’

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক যোগে চালানো হয়েছিল চার-চারটি আত্মঘাতী বিমান হামলা। দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। নিমেষে ধসে পড়ে ভবন দুটি। আরেকটি বিমান নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে হামলা চালায় জঙ্গিরা। তবে চতুর্থ বিমানটি নিয়ে জঙ্গিরা পূর্ব নির্ধারিত স্থানে হামলা চালাতে চাইলেও যাত্রীদের প্রতিরোধের মুখে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় সেই বিমান। ৯/১১ এর ভয়াবহ ওই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। ঘটনাস্থল থেকে ৭০ হাজার মানুষকে জীবিত উদ্ধারের তথ্য লিপিবদ্ধ করে মার্কিন স্বাস্থ্যবিভাগ।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া