X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ০২:৩৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০৩:৪৫

২৩০ ভোটের ব্যবধানে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে  প্রত্যাখ্যাত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র ব্রেক্সিট সংক্রান্ত খসড়া চুক্তি। ভোটে হারার পর ঘোষণা দিয়েছেন সরকারের বিরুদ্ধে আস্থা ভোটকে স্বাগত জানাবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে।  ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে। পার্লামেন্টে সেই চুক্তি অনুমোদনের বাধ্যবাধকতায় মঙ্গলবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

৬৫০ আইনপ্রণেতার ব্রিটিশ পার্লামেন্টে স্পিকার ও তার ৩ সহযোগী মিলে ৪ জনের ভোট দানের অধিকার নেই। আইরিশ রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা তাদের আসনে বসেন না। সে কারণে ৬৩৯ ভোটের মধ্যে ৩২০ আইনপ্রণেতাদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার কথা ছিল।

গার্ডিয়ান জানিয়েছে ভোটাভুটিতে থেরেসা মে প্রস্তাবিত খসড়া চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন ৪৩২ জন আইনপ্রণেতা। আর পক্ষে ভোট দিয়েছে ২০২ আইনপ্রণেতা।

এর আগে তিন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্টের খববে বলা হয় ২৬২ আসনের লেবার দলের ভোটাধিকার থাকা ২৫৬ জনের প্রায় সব আইনপ্রণেতাই থেরেসার বিপক্ষে ভোট দিতে যাচ্ছেন। অপরদিকে ৩১৮ আইনপ্রণেতার কনজারভেটিভ পার্টির ভোট সংখ্যা ৩১৬টি। তাদের মধ্যে একশো জন প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবেন বলে আশঙ্কার কথা জানায় দ্য ইন্ডিপেনডেন্ট। ভোটাভুটির পর দেখা যায় নিজ দলের ১১৮ জন আইনপ্রণেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় পার্লামেন্টে ভোটাভুটি শুরুর কিছুক্ষণের মধ্যেই পরাজয় নিশ্চিত হয়ে যায় প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবের। আইনপ্রণেতারা রায় দিয়ে দেন ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক নির্ধারনে থেরেসা মে’র প্রস্তাবের সঙ্গে একমত নন তারা।

পরাজয় নিশ্চিত হওয়ার পর থেরেসা মে তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হলে তাকে স্বাগত জানাবেন। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এরপরই বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানান, অন্যসব বিরোধী দলের নেতাদের সমর্থন নিয়ে এই প্রস্তাব উত্থাপন করবেন তিনি। আইনপ্রণেতাদের উদ্দেশে করবিন বলেন, এটা এক সর্বনাশা পরাজয়। তার চুক্তির বিষয়ে পার্লামেন্ট রায় দিয়ে দিয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
মিসরের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের পথে ইইউ
সর্বশেষ খবর
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার