X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প-কিম বৈঠক নিয়ে আলোচনায় ওয়াশিংটনে উত্তর কোরীয় দূত

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ০৯:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক নিয়ে প্রাথমিক পর্যায়ের কথা বলতে পিয়ংইয়ং এর শীর্ষ দূত কিম ইয়ং চোল ওয়াশিংটন পৌঁছেছেন। শুক্রবার (১৮ জানুয়ারি) ওয়াশিংটনের একটি হোটেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম খবরটি জানিয়েছে।

বেইজিং বিমানবন্দরে গাড়ি থেকে নামছেন ইয়ং চোল
গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক এক বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দু’দেশের মধ্যে এখনো দর কষাকষি চলছে। গত বছর কয়েকবার পিয়ংইয়ং গিয়েছিলেন পম্পেও। গত নভেম্বরেও কিম ইয়ং চোলের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে সে বৈঠকটি বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ কোরীয় দূত চো ইউন জে গত সপ্তাহে সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার নেতা নববর্ষের ভাষন দেওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে যোগাযোগ শুরু হয়েছে। ওই ভাষণে কিম ‘যেকোনও সময়’ ট্রাম্পের সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করছেন পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রশ্নে উত্তর কোরিয়ার পক্ষের নেতৃত্বস্থানীয় আলোচক কিম ইয়ং চোল।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, কিম ইয়ং চোল এরইমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, একটি বাণিজ্যিক ফ্লাইটে করে চীনের রাজধানী বেইজিং থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। উত্তর কোরিয়ায় নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিফেন বাইগুন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

নাম প্রকাশ না করে মার্কিন দুই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইয়ং চোল ও পম্পেওর মধ্যে ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠক আয়োজন নিয়ে কথা হতে পারে। এরপর হোয়াইট হাউস সফর করতে পারেন কিম।

এ বছরের শুরু থেকে ট্রাম্পও বেশ কয়েকবার কিমের সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। উত্তর কোরীয় নেতার সঙ্গে কয়েকটি চিঠিও আদান-প্রদান হয়েছে তার। দুই নেতার মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত মিললেও পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিলের বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের দাবি পূরণে সম্মত হয়নি উত্তর কোরিয়া। এক হোয়াইট কর্মকর্তাকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৮ জানুয়ারি) ইয়ং চোল-পম্পেও বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রশ্নে ‘ইতিবাচক’ আলোচনা হতে পারে।

/এফইউ/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই