X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অল্পের জন্য দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ব্রিটিশ রানির স্বামী

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ১৪:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭

যুক্তরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় পড়েছেন রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অল্পের জন্য দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ব্রিটিশ রানির স্বামী

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহ্যামে প্রিন্স ফিলিপের গাড়িটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে। সেসময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন ফিলিপ।

পুলিশ জানিয়েছে, গাড়ি দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেয়া হলেও তার আঘাত গুরুতর না নয়। তাকে হাসপাতাল ছেড়ে বাকিংহ্যাম প্রাসাদে ফিরে গেছেন। 

দুর্ঘটনার পর প্রিন্স ফিলিপ মূল সড়কে ছিটকে পড়েন। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। এ সময় প্রিন্স ফিলিপ বেশ ভীত সন্ত্রস্ত ছিলেন। বাকিংহ্যাম প্রাসাদ থেকেও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

৯৭ বছর বয়সী বয়সজনিত কারণে প্রিন্স ফিলিপ ২০১৭ সালে সকল প্রকার আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর নেন। বর্তমানে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে এবং চার্চে গিয়ে তিনি সময় পার করছেন।  তবে এই বয়সেও ফিলিপ প্রায়ই নিজে গাড়ি চালান।  ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রীকে নিজে গাড়ি চালিয়ে মধ্যাহ্নভোজে নিয়ে গিয়েছিলেন তিনি।

রাজপরিবার বিষয়ক ইতিহাসবিদ কেট উইলিয়ামস বলেন, এবার ফিলিপের গাড়ি চালানো থেমে যেতে পারে। তবে সেটা তার জন্য খুবই কঠিন হবে কারণ তিনি বিষয়টা খুবই উপভোগ করেন।

ব্রিটেনে গাড়ি চালানোর নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে ৭০ বছরের পর প্রতি তিনবছরে লাইসন্সে নবায়ন করতে হয়।

প্রাসাদের এক মুখপাত্র জানান, প্রিন্স ফিলিপ হুইল চেয়ারে করে ডাক্তারি পরীক্ষা করিয়েছেন। তিনি হাসপাতালে যাননি এবং আবারো স্যান্ড্রিংহ্যামে ফিরে এসেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা