X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরু করতে সেনাবাহিনীকে সু চি’র নির্দেশ

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ২১:০২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১১:১৭

মিয়ানমারের রাখাইনে বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনী একথা জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরু করতে সেনাবাহিনীকে সু চি’র নির্দেশ

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ ও গণহত্যার অভিযোগ এনেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ।

 গত ৪ জানুয়ারি রাখাইনে সীমান্ত চৌকিতে আরাকান আর্মির সদস্যদের হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে ওই এলাকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত রয়েছে। প্রায়শই মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। বাংলাদেশ থেকে রাখাইনের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর তথ্য কমিটির ভাইস-চেয়ারম্যান মেজর জেনারেল নুই নুই টুন সংবাদ সম্মেলনে বলেন, সু চি বলেছেন আরাকান আর্মি শুধুই একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যকরভাবে, দ্রুত ও একেবারে পরাজিত করার জন্য নির্দেশ দিয়েছেন।

মিয়ানমারের আইন অনুযায়ী কোনও সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হলে তা নিষিদ্ধ ঘোষিত হয় এবং তাদের সঙ্গে যোগাযোগও নিষিদ্ধ হয়ে পড়ে।

মেজর জেনারেল জানান, সু চি বলেছেন তিনি যদি আরাকান আর্মির বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান ও হামলার নির্দেশ না দেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখোমুখি হবেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ওঠবে মুসলিম গেরিলাদের বিরুদ্ধে হামলা চালালেও বৌদ্ধদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার। অথচ উভয়েই একই লক্ষ্যে একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

সেনা কর্মকর্তা জানান, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ অনেক আগে থেকেই হচ্ছে। ২০১৫ সালে ১৫ বার, ২০১৬ সালে ২৬ বার, ২০১৭ সালে ৫৬ বার এবং ২০১৮ সালে ৬১ বার সংঘর্ষ হয়েছে। বিদ্রোহীরা অনেক স্থানে মাইন পুঁতে রেখেছে। এই বছরে এখন পর্যন্ত ৮ বার সশস্ত্র সংঘর্ষ হয়েছে।

সেনাবাহিনী জানায়, ডিসেম্বরে সশস্ত্র সংঘাত চলমান রাজ্যগুলোর মধ্যে ৫টি এলাকায় অস্ত্রবিরতি ঘোষণা করে মিয়ানমার। কিন্তু এগুলোর মধ্যে রাখাইন রাজ্য ছিল না। আরসা হামলার পরিকল্পনা করছে বলে রাখাইনকে অস্ত্রবিরতির আওতায় রাখা হয়নি।

সেনা কর্মকর্তা দাবি করেছেন, আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।

আরাকান আর্মির সদস্যরা রাখাইনের (পূর্বের নাম আরাকান) সায়ত্ত্বশাস চায়।  ২০০৯ সালে ২৬ জন আরাকানি একত্রিত হয়ে আরাকান আর্মি গড়ে তুলেন। এখন সংগঠনটিতে আধুনিক অস্ত্রে সজ্জিত কয়েক হাজার যোদ্ধা রয়েছে।

 

 

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ