X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুসলিম সাংবাদিকের ভুল পরিচয় প্রকাশে ক্ষমা চাইলো ভোগ সাময়িকী

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯

লিবিয়ান-আমেরিকান মুসলিম নারী সাংবাদিক নুর টাগৌরির ছবি ভুল পরিচয়ে প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ভোগ। বৃহস্পতিবার ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আনলে ক্ষমা চেয়ে টুইট করেছে সাময়িকীটি। এই ঘটনায় সাময়িকীটির বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে সমালোচনা শুরু হয়েছে।

মুসলিম সাংবাদিকের ভুল পরিচয় প্রকাশে ক্ষমা চাইলো ভোগ সাময়িকী

সাংবাদিক ও বক্তা নুর ইনস্টাগ্রাম ও টুইটারে বৃহস্পতিবার ভোগ সাময়িকীর ভুলটির বিষয়ে তার অনুভূতির কথা তুলে ধরেন। তিনি গুরুত্ব দেন কিভাবে মুসলিম নারীদের ভুলভাবে নিয়মিত উপস্থাপন করা হচ্ছে। সাময়িকীটির একটি পাতায় নুর টাগৌরির ছবি ছেপে সেখানে তার পরিচয় হিসেবে পাকিস্তানি অভিনেত্রী নুর বুখারি লেখা হয়।

নুর টাগৌরি তার লেখায় শুরুতে ভোগ সাময়িকীতে স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু ছবির ক্যাপশন পড়ে হতাশ হয়ে পড়েন বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আমাকে মিডিয়া প্রকাশনায় একাধিকবার ভুলভাবে ও ভুল পরিচয়ে তুলে ধরা হয়েছে। এর ফলে আমার জীবন ঝুঁকির মুখে পড়েছে। আমি কখনোই আমার ছোটবেলা থেকে প্রিয় প্রকাশনার কাছ থেকে এমন ভুল আশা করিনি।

টাগৌরি আরও লিখেছেন, আপনি আমেরিকায় বসবাসকারী মুসলিম হয়ে থাকেন তাহলে ভুলভাবে উপস্থাপন ও ভুল পরিচয়ের শিকার হওয়া নিত্য ঘটনা।

এই পোস্টের পর ক্ষমা চেয়েছে সাময়িকীটি। তারা উল্লেখ করেছে, এখন থেকে আরও বেশি সতর্ক ও চিন্তা-ভাবনা করে কাজ করবে। মিডিয়ায় অশ্বেতাঙ্গদের ক্ষেত্রে ভুলভাবে পরিচয় তুলে ধরার বিষয়টিও স্বীকার করেছে।

ভোগ সাময়িকীর এই ক্ষমা চাওয়ার পর অনলাইনে কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাময়িকীটির সাবেক এক কর্মী জানান, প্রতিষ্ঠানটিতে বৈচিত্র্যতা না থাকার কারণে এমন ভুল হয়েছে। 

এর আগে ওরলান্ডোর পাল্স নাইট ক্লাবের হামলাকারী বন্দুকধারীর স্ত্রী নুর সালমান হিসেবে নুর টাগৌরিকে সংবাদমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ওই ঘটনায় তাকে অনেক ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে তার ছবি যুক্ত করে ‘পাল্স নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের স্ত্রী গ্রেফতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল।

 

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া