X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বান্ধবীর ভ্রমণ ব্যয় মেটাতে ইবোলা তহবিল তছরুপের অভিযোগ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২০:১৪
image

বান্ধবীর ভ্রমণ ব্যয় মেটাতে ইবোলা চিকিৎসা তহবিলের অর্থ খরচের অভিযোগ উঠেছে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ হুয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। সংস্থাটি অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তহবিলের অর্থ নয়-ছয় করার পাশাপাশি অন্যান্য অভিযোগের বিষয়েও তদন্ত করছে, যেসবের মধ্যে রয়েছে বর্ণবাদ ও নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার মতো বিষয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, হুয়ের অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে আস্থা না থাকার কথা জানিয়ে সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের বাইরের কর্তৃপক্ষের দ্বারা তদন্ত করানোর পরামর্শ দিয়েছেন। বান্ধবীর ভ্রমণ ব্যয় মেটাতে ইবোলা তহবিল তছরুপের অভিযোগ

পরিচয় গোপন রাখা বেশ কয়েকজন সতর্ককারীর কাছ থেকে তথ্য পাওয়ার পর হু অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সতর্ককারীদের একজন হুয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জানিয়েছেন, ‘হুয়ের ব্যবস্থাপনা ও ক্রয় বিভাগের দুর্নীতি কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে।’ ২০১৩ সালে আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্ত হয় ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোও। অভিযোগগুলো মূলত ডিআরসিতে হুয়ের কার্যক্রমকে ঘিরে আবর্তিত।

দুর্নীতির অভিযোগের তথ্য প্রকাশিত হওয়ার পর জানা গেছে, হুয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার বান্ধবীকে পশ্চিম আফ্রিকায় নিয়ে যেতে ভুয়া মিশন ঘোষণা করেন, যাতে মিশনের নামে বান্ধবীকে হুয়ের অর্থে পশ্চিম আফ্রিকায় নিয়ে যাওয়া যায়। ওই বান্ধবী হুয়ের একজন কনিষ্ঠ কর্মকর্তা। তাছাড়া, ডিআরসিতে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর হুয়ের অর্থে একটি বিমান ভাড়া করা হয় দুবাই থেকে তিনটি গাড়ি নিয়ে যাওয়ার জন্য। এর জন্য খরচ করা হয় প্রায় ১০ লাখ ডলার। এ অভিযোগ অস্বীকার করে হুয়ের মুখপাত্র তারিক জাসারেভিক বলেছেন, ওই সময় ডিআরসিতে জাতিসংঘের নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী কোনও গাড়ি না পাওয়া যাওয়ায় দুবাই থেকে ১০টি গাড়ি জাহাজে করে নিয়ে যাওয়া হয়েছিল।

সতর্ককারীদের ইমেইলে পাঠানো দেওয়া তথ্যের মধ্যে রয়েছে বর্ণবাদের অভিযোগও। মধ্যপ্রাচ্যের একজন কর্মীকে চরমভাবে অপদস্ত ও ও হেনস্তা করা হয়েছে। তাছাড়া আফ্রিকানদের বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের আচরণের বিষয়ে লেখা হয়েছে, ‘হুতে আফ্রিকান বংশোদ্ভূত কর্মীদের বিরুদ্ধে কাঠামোবদ্ধ বর্ণবাদের নমুনা দেখা যায়।’ নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে বলা হয়েছে, উচ্চপদে নিয়োগের ক্ষেত্রে অবিচার করা হচ্ছে, যা ডিআরসিতে ইবোলা নির্মূল কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করেছে।

হুয়ের ডিরেক্ট জেনারেল টেডরোস আধানোম ঘেব্রিয়াস এসব অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। হু শুরু করেছে একটি অভ্যন্তরীণ তদন্ত। কিন্তু হুয়ের অভ্যন্তরীণ বিষয়-আশয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত বিভাগ ‘ইন্টার্নাল ওভারসাইট সার্ভিসের’ বিরুদ্ধে আগে থেকেই রয়েছে তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ।

আন্তর্জাতিক বিবাদ বিষয়ে অভিজ্ঞ আইনজীবী অ্যাডওয়ার্ড ফ্লাহের্টি মন্তব্য করেছেন, এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের বাইরের কোনও কর্তৃপক্ষের তদন্ত করা উচিত। সঠিক উত্তর বের করে নিয়ে আসার ক্ষেত্রে অতীত অভিজ্ঞতার কারণে তিনি বিভাগটির ওপর আস্থা রাখেন না। সেখানে যারা তদন্ত করেন, তাদেরকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর নির্ভর করে থাকতে হয় নিজেদের পদ-পদবির স্বার্থে।

/এএমএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা