X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
শেখ হাসিনাকে সিএনএন নিউজ এইটিনের প্রশ্ন

চীনের বেল্ট অ্যান্ড রোডের বিষয়ে ভারতকে আশ্বস্ত করবেন কীভাবে?

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ০৬:৫৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:০৩
image

চীনের কাছ থেকে চট্টগ্রাম-কুনমিং হাইওয়ের প্রস্তাব পাওয়ায় ভারতকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। আমরা ভুলিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা। ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পর তারা আমাদের পরিবারকে আশ্রয় দিয়েছিল। ছিটমহল বিনিময় চুক্তি সংসদে পাস করাতে দেশটির সব দলের সংসদ সদস্যরা সমর্থন দিয়েছেন। সুতরাং ভারতের চিন্তার কিছু নেই। সংবাদমাধ্যম সিএনএন নিউজ এইটিনের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন কানেক্টিভিটি। আর সেই স্বার্থের কথা বিবেচনা করে ভারতও চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পের অংশ হওয়ার কথা ভেবে দেখতে পারে।

চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোড

 

ভারত যে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ মহাপরিকল্পনার অংশ নয় তা উল্লেখ করে সংবাদমাধ্যমটির পক্ষে জাকা জ্যাকব প্রশ্ন করেছেন: আমরা জানি চট্টগ্রাম-কুনমিং হাইওয়েসহ বিশাল বড় বড় প্রকল্প তৈরির প্রস্তাব আছে বাংলাদেশ-চীনের। চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ পরিকল্পনার বিষয়ে থাকা ভারতের দুশ্চিন্তা কমাতে আপনি কী বলে ভারতকে আশ্বস্ত করবেন?

শেখ হাসিনা: বিশ্ব এখন ‘গ্লোবাল ভিলেজ’ হয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কানেক্টিভিটি দরকার। এটা খুবই জরুরি। চীন, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার ইতোমধ্যে কানেক্টিভিটির বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে; বিসিআইএমের ইকোনমিক করিডোর। এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাওয়ার পর আমি মনে করি না ভারতের দুশ্চিন্তার আর কোনও কারণ থাকতে পারে।

বরং আমার মনে হয় এতে ব্যবসা বাণিজ্য বাড়বে। এতে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার সবাই লাভবান হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কানেক্টিভিটি জরুরি। যদি কোনও বিষয় নিয়ে শঙ্কা থাকে তাহলে ভারত দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানে উদ্যোগী হতে পারে। ভারত ও চীন উভয়েই আমাদের প্রতিবেশী।

ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। আমরা ভুলিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা। তারপর ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পর তারা আমাদের পরিবারকে আশ্রয় দিয়েছে।

আমরা ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি করেছি। চুক্তিটি সংসদে পাস করাতে ভারতের সব দলের সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। এর মাধ্যমে ৬৮ বছর পর আমরা ছিটমহল সমস্যার সমাধান করতে পেরেছি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। বিশ্বের বহু দেশ ছিটমহল বিনিময় করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। অথচ এখানে আমরা সেটি করেছি উৎসবমুখর পরিবেশে।

ভারতের মতো এতো বড় দেশ, এতো বড় যার অর্থনীতি, তার উচিত না (চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোড প্রকল্প নিয়ে) চিন্তিত হওয়া। বরং অর্থনৈতিক স্বার্থে ভারত এর সঙ্গে যুক্ত হতে পারে।

বাংলাদেশ-চায়না- ইন্ডিয়া-মিয়ানমার (বিসিআইএম) করিডোর

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন নিউজ এইটিনকে দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার

সরকার বিরোধিতার উপমহাদেশীয় প্রবণতা অনুসরণ করেননি ভোটাররা
তিস্তায় সমস্যা দিদিমণি, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো মিয়ানমারের

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে ৩ বাংলাদেশি গ্রেফতার
উৎক্ষেপণের পর হারিয়ে গেলো ভারতের স্যাটেলাইট
ভারতের পদক্ষেপের বিষয়ে অফিসিয়ালি কিছু জানি না: বাণিজ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৫)
কমিটির মেয়াদ শেষ পাঁচ বছর আগে, নেতারা ব্যস্ত দেশে নির্বাচনি দৌড়ে
যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে শূন্যতাকমিটির মেয়াদ শেষ পাঁচ বছর আগে, নেতারা ব্যস্ত দেশে নির্বাচনি দৌড়ে
আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন
আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন
কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান
কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ