X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চীনে প্রবৃদ্ধির হার ২৮ বছরের মধ্যে সর্বনিম্ন

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ২০:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২০:০৬
image

চীনের প্রবৃদ্ধির হার কমে গত বছরে হয়েছে ৬.৬ শতাংশ। গত ২৮ বছরে চীনের প্রবৃদ্ধির হার এতো কম হয়নি আর কখনও। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, পাল্টাপাল্টি শুল্ক আরোপের সূত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ প্রভাব ফেলেছে চীনের প্রবৃদ্ধির ওপর। তাছাড়া দেশটির অর্থনৈতিক নীতি ও বিশ্ব বাজারে প্রত্যাশা অনুযায়ী চাহিদার অনুপস্থিতি চীনের এই কম হারের প্রবৃদ্ধির পেছনে কাজ করেছে। প্রতীকী ছবি

সোমবার (২১ জানুয়ারি) চীনের ‘ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স’ প্রবৃদ্ধির হার কমে যাওয়ার তথ্য প্রকাশ করেছে। ‘অর্থনীতিতে একটি নিম্নমুখী চাপ আছে’ উল্লেখ করে সংস্থাটির প্রধান নিং জিঝে স্বীকার করে নিয়েছেন, ওয়াশিংটন-বেইজিংয়ের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রভাবে ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে বেশ কমেছে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড। ২০১৭ সালে দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ছয় দশমিক নয় শতাংশ। ভিত্তি সংশোধন করায় বর্তমান হিসেবে তা ছয় দশমিক আট শতাংশ। সেখানে ২০১৮ সালের বার্ষিক প্রবৃদ্ধির হার কমে হয়েছে ছয় দশমিক ছয় শতাংশ। বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধিহার বার্ষিক হারের চেয়েও বেশ কম; ছয় দশমিক চার শতাংশ।

যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রফতানির ক্ষেত্রে কী মাত্রায় বাধা তৈরি হতে পারে সে বিষয়ে শঙ্কায় থাকা বিনিয়োগকারীরা অপেক্ষায় ছিলেন। কোনও কোনও ক্ষেত্রে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় কর্মী ছাঁটাই পর্যন্ত হয়েছে। যেমন শেনঝেংয়ে ইলেক্ট্রনিক্স, টেক্সটাইল এবং গাড়ির যন্ত্রাংশ তৈরির অনেক প্রতিষ্ঠান দুই মাসের জন্য কর্মীদের ছুটিতে পাঠিয়ে দিয়েছে। ফলে চীনের সরকারি হিসেবে কর্মসংস্থানের হার গত নভেম্বরে চার দশমিক নয় শতাংশ থেকে কমে চার দশমিক আট শতাংশ হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল মনে করে, চীনের অর্থনীতি যে গত কয়েক বছর ধরে কিছুটা শ্লথ গতিতে প্রবৃদ্ধি অর্জন করছে তার খানিকটার ব্যাখ্যা পাওয়া যায় দেশটির অর্থনৈতিক নীতি থেকে। প্রেসিডেন্ট শি জিনপিং ঋণ গ্রহণের মাত্রার ওপর নিয়ন্ত্রণ রাখার ও অর্থনৈতিক ঝুঁকি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে ঋণ গ্রহণ কমেছে, কমেছে বিনিয়োগ। স্থানীয় সরকার যেমন নতুন সাবওয়ে তৈরি স্থগিত রেখেছে, তেমনি ব্যাবসা প্রতিষ্ঠানগুলোও নতুন কারখানা খোলার পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত রয়েছে।

বিশ্বজুড়ে চাহিদা কমতে থাকায়ও চীনের প্রবৃদ্ধির ওপর চাপ পড়েছে। চীন বিশ্ব বাজারে কাঙ্ক্ষিত মাত্রায় পণ্য বিক্রি করতে পারেনি। অন্যদিকে চীনের ‘ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্সের’প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, দেশটিতে জীবনযাপনের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের অর্থ কম অর্থ খরচ করছেন। অথচ এটি চীনের প্রবৃদ্ধির একটি বড় উৎস ছিল।

চীনা অর্থনীতির শ্লথ গতির প্রভাব পড়বে আইফোন প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল, ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও খনিজ দ্রব্য রফতানিকারী দেশ অস্ট্রেলিয়ার মতো পক্ষগুলোর ওপর।

/এএমএ/
সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
ট্রাম্প বা বাইডেন যে-ই জিতুন মার্কিন সমর্থন অপরিবর্তিত থাকবে, আশা তাইওয়ানের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!