X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার সকালে মধ্যাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ফলে একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সামরিক চেকপোস্ট অতিক্রম করে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর প্রশিক্ষণ ক্যাম্পাসে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপর সেখানে প্রবেশ করে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে দুই বন্দুকধারী। এ সময় তাদের প্রতিহত করতে পাল্টা গুলি চালিয়ে দুই বন্দুকধারীকে হত্যা করে সেনাসদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হামলায় শতাধিক প্রাণহানির কথা জানিয়েছেন। তিনি বলেন সেনা প্রশিক্ষণ সেন্টারের ভেতর গাড়িবোমা হামলায় ১২৬ জন নিহতের খবর মিলেছে। তাদের মধ্যে আটজন ‘স্পেশাল কমান্ডো’ও রয়েছেন। হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছে।

এর আগে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ হামলায় ১২ জন নিহতের কথা বলা হয়েছিল। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত শতাধিক নিহতের ঘোষণা দেওয়া হয়নি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র। তবে সরকারের পক্ষ থেকে বিস্ফোরক ভর্তি দ্বিতীয় আরেকটি গাড়ি উদ্ধার ও নিষ্ক্রিয় করার দাবি করা হয়েছে।

আফগানিস্তানে ১৭ বছরের মার্কিন আগ্রাসনের অবসান এবং দেশটির যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাতের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই হামলা চালিয়ে যাচ্ছে তালেবান। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা