X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৬০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চায় মিয়ানমার

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১৬:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৬:৫৫

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ২২৫১ জনকে ফিরিয়ে নিতে ২০১৮ সালের নভেম্বরে সম্মত হলেও সম্প্রতি মিয়ানমার ৬০০ জনকে প্রত্যর্পণের তাগিদ দিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই হিন্দু ধর্মালম্বী পরিবারের সদস্য। ৮ জানুয়ারি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মানজুরুল করিম খান চৌধুরীকে এই তালিকায় দিয়ে দ্রুত প্রত্যর্পণের তাগিদ দেয় বলে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস’র খবরে বলা হয়েছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন রাখাইন সফরে যাওয়ার দিন মঙ্গলবার এখবর জানালো সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে, সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষের ফলে রোহিঙ্গা প্রত্যর্পণে মিয়ানমারের আরও সময় নেওয়া উচিত বলে বিশেষজ্ঞদের মত তুলে ধরা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড় দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। টেকনাফের দিকে যাচ্ছেন এক রোহিঙ্গা বৃদ্ধা। হারিয়াখালী এলাকা থেকে তোলা ছবি।ছবি: বাংলা ট্রিবিউন

২০১৭ সালের আগস্টে বিজিপির ফাঁড়িতে আরসা’র হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে হামলার পর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে। এমন বাস্তবতায় জাতিগত নিধনযজ্ঞের বলি হয়ে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ ত্রিশ হাজার রোহিঙ্গা। সম্প্রতি রাখাইনে বৌদ্ধ ধর্মালম্বী রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাখাইন সফরে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত।

মিয়ানমার টাইমস’র খবরে বলা হয়েছে, ৪ জানুয়ারি রাখাইনে আরাকান আর্মির হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হওয়ার চারদিন পর ৮ জানুয়ারি মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মানজুরুল করিম খান চৌধুরীকে রোহিঙ্গা প্রত্যর্পণের বিষয়ে বৈঠকে ডাকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশের সহযোগিতায় যত দ্রুত সম্ভব প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা হবে। মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মুইন্ট থু বলেন, প্রত্যর্পণে একে অপরকে সহযোগিতার আশা করছি আমরা। আমি আশা করছি আমরা উভয়ের মধ্যকার সমঝোতা বাস্তবায়ন করতে পারব।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি রাষ্ট্রদূতকে সরকার তাদের যাচাইকৃত ৬০০ জনের একটি তালিকা দিয়েছে। এদের মধ্যে হিন্দু ধর্মালম্বী পরিবারের সদস্য রয়েছেন। মন্ত্রণালয় বাংলাদেশকে আহ্বান জানিয়েছে, দ্রুত প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার জন্য।

সোমবার মন্ত্রণালয়ের উপ স্থায়ী সচিব জানান, আমরা এখনও প্রত্যর্পণের নিশ্চিত সময় সূচি পাইনি।

মিয়ানমারের বিশ্লেষকদের আশঙ্কা, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার কারণে শরণার্থী প্রত্যর্পণ প্রক্রিয়া জটিলতায় পড়বে। রাজনৈতিক বিশ্লেষক ইউ থান সোয়ে নাইয়েঙ্গ বলেন, সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের শুধু নয়, নতুন সংঘাতের কারণেও চাপে রয়েছে। আরাকান আর্মির হামলা সরকারের জন্য দুর্ভাগ্যজনক। আর দুর্ভাগ্য কখনও একা আসে না। সংঘর্ষ চলমান অবস্থায় প্রত্যর্পণ শুরু হলে রাখাইনে বিশৃঙ্খলা শুরু হতে পারে।

রাখাইন বিশেষজ্ঞ ইউ মাউং মাউং সোয়ে জানান, সরকারের উচিত কিছু সময় অপেক্ষা করা এবং সংঘাতের ফলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কেমন পড়বে তা অনুসন্ধান করা। তিনি বলেন, আমরা অপেক্ষা করতে হবে। দেখতে হবে চলমান সংঘাতের ফলে সরকারের প্রত্যর্পণ প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতিতে কেমন প্রভাব পড়ে।

২০১৮ সালের ১৫ নভেম্বর ২২৫১ জন রোহিঙ্গাকে রাখাইনে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও মিয়ানমার। কিন্তু রোহিঙ্গারা নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাখাইনে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন বলে উল্লেখ করে মিয়ানমার টাইমস।

 

 

 

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!