X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

জুলহাস মান্নান হত্যাকাণ্ডের বিচার দাবি যুক্তরাষ্ট্রের

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
২৩ জানুয়ারি ২০১৯, ১০:০৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:২২

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ওয়াশিংটন। তিন বছর আগে ঢাকায় ইসলামি উগ্রপন্থীদের হাতে খুন হন জুলহাস।

জুলহাস মান্নান ৫ দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সফরকালে ইউএসএআইডি-র অ্যাডমিনিস্ট্রেটর মার্ক গ্রিনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন তিনি। এ সময় জুলহাস মান্নান হত্যাকাণ্ডের ঘটনায় পররাষ্ট্র সচিবকে যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেন মার্ক গ্রিন।

ইউএসএআইডি-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ঢাকায় খুন হওয়া জুলহাস মান্নানের খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্ক গ্রিন।

সাক্ষাৎকালে প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় পররাষ্ট্র সচিবের কাছে বাংলাদেশের প্রশংসা করেন মার্ক গ্রিন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা এবং সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক ছিলেন জুলহাস মান্নান। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বাসায় ঢুকে জুলহাস এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল ৫ জন।

ওই সময় পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি ‘স্লিপার সেল’ এই হত্যাকাণ্ডে জড়িত। যারা ২০১৩ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে ব্লগার, লেখক, প্রকাশক ও ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে হত্যা করে আসছিল। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে আগে আনসারুল্লাহ বাংলা টিম নামে তাদের কার্যক্রম চালাতো। জুলহাস-তনয় হত্যাকাণ্ডের পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) টুইটার বার্তায় এর দায় স্বীকার করে।

এদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র সচিবের এ সফর দুই দেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ধরনের সফর। তার এ সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডেভিড হ্যালে-র সঙ্গেও বৈঠকে মিলিত হয়েছেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

পেন্টাগন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
সর্বশেষ খবর
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার